![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩
রক্তস্নান শেষে নক্ষত্রের
আলোয় নিজেকে দেখে
কী যে তৃপ্তি পায় কেউ কেউ।
অন্তহীন অমানিশা ঢাকে
অশ্রুর বন্যায় জাগে
কতো শত বেদনার ঢেউ।
শ্বাপদ তৃপ্তির লোভ রফিক জাগে না যেন তোমার বুকেও।
৪
কেউ কেউ ভালোবেসে হয়
অবিরত বেহিসেবি
শূন্যে ছবি আঁকে প্রতিদিন।
সমুদ্রের নোনা জল খেয়ে
ভুলে যায় জীবনের
অনন্ত স্নেহের সব ঋণ।
ভালোবাসায় নিজেকে রফিক করো না এমন বিলীন।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
বার্ণিক বলেছেন: পঞ্চপদীর পর সপ্তপদী !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
সায়ন্তন রফিক বলেছেন: অন্য আঙ্গিকেও আসবে।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
আরজু নাসরিন পনি বলেছেন:
দুটো কবিতাই খুব সুন্দর ।
কথাগুলো যেনো নিজেরই বলা...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
মনস্বিনী বলেছেন: আপনার পঞ্চপদীগুলোর মত সপ্তপদীগুলোও খুব সুন্দর।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
বিজন রয় বলেছেন: প্রথমটি বেশি ভাল লাগল।
+++++