![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১
রবীন্দ্রবালিকা শোনো
গান গেয়ো নাকো
ঐ সুরে ।
ফেলে আসা কেউ যেন
কাঁদে বুক জুড়ে ।
২২
নিজেকে অভ্রান্ত ভাবি
এমন সাহস
নেই আর ।
সর্বস্বান্ত তবু নেই
আজ হাহাকার ।
২৩
নিঃশ্বাসের হিম ছোঁয়
শীতল হৃদয়
অন্ধকারে ।
উষ্ণতা বন্দি মোহের
উষ্ণ কারাগারে ।
২৪
সীমাহীন অন্ধকার
সীমানার রেখা
ঢেকে আছে ।
মানুষের জীবনের
সব কিছু মিছে ?
২৫
অবারিত দুই চোখ
আত্মপরিচয়
খুঁজে ফিরে ।
কোথাও মেলে না কিছু
অন্ধকার ঘিরে ।
( গ্রন্থ – বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪২
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
আরাফআহনাফ বলেছেন: ২২,২৩ এ ভীষন ভীষন ভালো লাগা জানবেন।
বাকীগুলোও সুন্দর।
ভালো থাকবেন - এ শুভ কামনা।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও থাকলো শুভ কামনা।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
আরণ্যক রাখাল বলেছেন: সবগুলোই সুন্দর। বিন্দুতেই সিন্ধু
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭
সায়ন্তন রফিক বলেছেন: সবই ভালো লেগেছে জেনে খুশি হলাম । আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
হাসিব আল হাসান হাসিব বলেছেন: আমার কাছে ২১ নাম্বারটা ভাল লেগেছে
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর।
দারুন অন্তমিল।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২২, ২৩ , ২৪, ২৫ ভালো লাগলো।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে। বিশেষ করে ২৪