![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫
শঙ্কাদগ্ধ চোখ খুলে রেখে
নিজেকে বাঁচাতে করে
নিরন্তর কতো আয়োজন।
মননের আঙ্গিনায় থাকে
অন্তহীন অন্ধকার
মৃত্যুভয় ঘিরে থাকে মন।
চেয়ো না কখনো রফিক এমন অভিশপ্ত শঙ্কিত জীবন।
৬
মনের আকাশে থাকে যদি
ধূসর স্মৃতির মেঘ
বাজে শুধু বিষাদের সুর।
জীবনের উষ্ণতা তখন
গ্রাস করে শীতলতা
করে আলোহীন অন্তঃপুর।
ধূসর স্মৃতির মেঘে রফিক ঢেকো না মন হয়ো না বিমূঢ়।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১৭
সায়ন্তন রফিক বলেছেন: একটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২১
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক সুন্দর । ভাল লাগল।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২৪
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:১৩
বার্ণিক বলেছেন: 'করে আলোহীন অন্তঃপুর' চমৎকার !
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৪
বিজন রয় বলেছেন: শঙ্কাদগ্ধ চোখ খুলে রেখে
নিজেকে বাঁচাতে করে
নিরন্তর কতো আয়োজন।
মননের আঙ্গিনায় থাকে
অন্তহীন অন্ধকার
মৃত্যুভয় ঘিরে থাকে মন।
৫ নং বেশি ভাল লাগল।
+++++