![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজের বাসায় এসে মনে হয়
অচেনা কোথাও এসে গেছি
এসে গেছি অচেনা বাড়িতে
অনাহূত আগন্তুক যেন আমি নিজের কাছেই।
পালিয়ে যাবার ইচ্ছে জাগে
কিন্তু পালাবো কোথায়?
পালাবার সেই পথ নেই
যে পথের শেষে আছে
সুনীল আকাশ
ঝর্ণার পাহাড়
আর শান্ত নদী চিরচেনা।
যেখানেই যাই চারপাশে যা কিছু থাকে
সব চেনা হতে হতে
একদিন অচেনা হয়ে যায়।
আত্মাহীন মানুষেরা ঘোরে ফিরে বিমূর্ত শরীরে
আমার ছায়ার পায়ে পায়ে।
তাই মাঝে মাঝে অচেনা মনে হলেও
ঘরে ফেরা ছাড়া আর কোনো পথ থাকে না আমার।
(গ্রন্থ - আমি তো সুখ চাইতেই পারি)
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। আপনার জন্যেও থাকলো শুভ কামনা।
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩
অঘ্রান প্রান্তরে বলেছেন:
আত্মাহীন মানুষেরা ঘোরে ফিরে বিমূর্ত শরীরে
আমার ছায়ার পায়ে পায়ে।
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
বার্ণিক বলেছেন: যেখানেই যাই চারপাশে যা কিছু থাকে
সব চেনা হতে হতে
একদিন অচেনা হয়ে যায়। - নিষ্ঠুর বাস্তবতা।
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭
সায়ন্তন রফিক বলেছেন: সত্যি তাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
আরাফআহনাফ বলেছেন: "ঘরে ফেরা ছাড়া আর কোনো পথ থাকে না আমার"
খুব কষ্টের ফেরার সমাপ্তি আসুক সহসা।
+++
শুভ কামনা রইল।