![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩১
নিভৃত নিশীথে স্মৃতি
নগ্ন পায়ে হাঁটে
উদাসীন ।
কাঙ্ক্ষিত গন্তব্য নেই
চলা অন্তহীন ।
৩২
বিচ্ছিন্নতা স্বাভাবিক
ভীষণ এখন
অবিরাম ।
সময়ের নষ্ট চোখে
জীবনের ঘাম ।
৩৩
যখন আমায় তুমি
বল ভালোবাসি
খুশি হই ।
ভাবি অবশেষে আমি
আর আমি নই ।
৩৪
ভঙ্গুর জাহাজে চরে
নক্ষত্রের খোঁজে
ছুটে যায় ।
বহু দূরে বাতিঘর
শুধু দেখা যায় ।
৩৫
নিঃসঙ্গ নৈঃশব্দ লেপ্টে
আছে চার পাশে
অবিরাম ।
সময়ের কাছে খোঁজে
জীবনের নাম ।
( গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: যখন আমায় তুমি
বল ভালোবাসি
খুশি হই ।
ভাবি অবশেষে আমি
আর আমি নই ।
ভাল লাগল ।
ধন্যবাদ,ভাল থাকুন।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ । আপনিও ভালো থাকুন।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সব ক'টা অনুকাব্য ভাল লাগলো মন মাতালো। অনেক ধন্যবাদ অত্র কবিকে।।
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
বিজন রয় বলেছেন: সুন্দর।
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
বার্ণিক বলেছেন: শুধুই মুগ্ধতা।
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
মনস্বিনী বলেছেন: ভাল লাগল ।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
সায়ন্তন রফিক বলেছেন: জেনে আমারও ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬
আমি এ আর বলছি বলেছেন: ঠিক বলেছেন।