নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

একজন বিলাসী কবির স্ত্রীর আক্ষেপ

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬



কতো প্রখর তোমার শ্রুতি
হে আমার স্বামী এবং মানুষের প্রিয় কবি
নীল জলের সুদৃশ্য সুইমিং পুলের পাশে বসে
অনায়াসে শুনতে পাও
যমুনার জলের আঘাতে চর ভাঙা ঘর ভাঙা মানুষের
বুক ভাঙা কান্না।
সেই কান্নার জলে শব্দ ডুবিয়ে
সুকৌশলে ভিজিয়ে দাও মানুষের মন।

তোমার ঘ্রাণ নেবার ক্ষমতা কতো তীব্র
হে আমার স্বামী এবং মানুষের প্রিয় কবি
সাজানো বাগানে ঘাসের বুকে শুয়ে
নাসিকায় টের পাও
অজ পাড়াগাঁয়ে দরিদ্র কৃষকের পান্তার জলে
কাঁচা লঙ্কার ঘ্রাণ।
সেই ঘ্রাণ শব্দের গায়ে মেখে ছড়িয়ে দাও।
মানুষের আবেগ নড়ে উঠে।

কতো শানিত তোমার অনুভূতি
হে আমার স্বামী এবং মানুষের প্রিয় কবি
সুউচ্চ দালানে সুরম্য ফ্ল্যাটের বারান্দায়
সুদৃশ্য ডিভানে শুয়ে
বস্তিবাসী কিশোরীর ভূমিশয্যা দেখে
ক্ষুব্ধ হয়ে উঠে তোমার হৃদয় যখন তখন।
সেই ক্ষোভের আগুন ছড়িয়ে দাও
শব্দের শলাকায় পাঠকের অন্তরে অন্তরে।

অথচ এই আমি তোমার সকল অনুভূতি ছুঁয়ে যেতে
কতো যে ব্যাকুল থাকি
কতোকাল এত কাছাকাছি আছি
তুমি তার খবর রাখো না।
আমার হৃদয় ভাঙার করুণ শব্দ
বুক ভাঙা কান্না শুনতে পাও না তুমি।
আমার শরীরে ঘ্রাণ
চুলের নরম গন্ধ হাতের উষ্ণ ছোঁয়া
মুহূর্তেই ভুলে যাও তুমি।
তাই অনেকের প্রিয় কবি হলেও
তুমি আমার কাছে শুধুই একজন পুরুষ
একজন সাধারণ স্বামী।
(গ্রন্থ - আমি তো সুখ চাইতেই পারি)

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

অঘ্রান প্রান্তরে বলেছেন:

অথচ এই আমি তোমার সকল অনুভূতি ছুঁয়ে যেতে
কতো যে ব্যাকুল থাকি
কতোকাল এত কাছাকাছি আছি
তুমি তার খবর রাখো না।
আমার হৃদয় ভাঙার করুণ শব্দ
বুক ভাঙা কান্না শুনতে পাও না তুমি।

হয়তো এ কবিতা নয় হৃদয়ের গভীরে ডুকরে ডুকরে কাঁদা শব্দরা; অনেক ভালো লাগা রেখে গেলাম কবিতার কবি কে।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

কানিজ রিনা বলেছেন: এটা স্বামী নয় বহু গামী শুকর।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

সায়ন্তন রফিক বলেছেন: তাই ?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: হা হা হা
স্ত্রীর কাছে অাঙুর ফল টক।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

সায়ন্তন রফিক বলেছেন: বিস্বাদ ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর মর্মস্পর্শি বাস্তবধর্মী কবিতা। খুব ভালো লাগলো। কবিকে অজস্র ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

সায়ন্তন রফিক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: আধুনিক কবি মনে হয় তাই এই অবস্থা

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

সায়ন্তন রফিক বলেছেন: তাই!

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

ফারিহা নোভা বলেছেন: বেশ লাগল কবিতাটি । :)

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

মানবী বলেছেন: সুন্দর কবিতা!

ধন্যবাদ সায়ন্তন রফিক।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

সায়ন্তন রফিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: আহা, যন্ত্রণা । কবিরা মনে হয় অতি কাছের অনুভূতি পায় না ! কবিতা ভাল লেগেছে ।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

সায়ন্তন রফিক বলেছেন: অনেকেই বুঝে না।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

রাজসোহান বলেছেন: আক্ষেপ নাকি ক্ষোভ! কবিতার বিষয়বস্তু ভিন্ন ছিলো, ভালো লেগেছে!

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

সায়ন্তন রফিক বলেছেন: আক্ষেপ।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

বার্ণিক বলেছেন: তুমি আমার কাছে শুধুই একজন পুরুষ
একজন সাধারণ স্বামী। - স্ত্রীরা স্বামীদের সাধারণই ভাবে।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

সায়ন্তন রফিক বলেছেন: নগণ্য ব্যতিক্রম রয়েছে।

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

প্রীতম বলেছেন: নজরুল এর প্রতি নার্গিস, ফজিলা আর প্রমিলারা এ অব্যাক্ত অনুভুতিগুলো নিয়ে বেচে ছিলো মৃত্যু পর্যন্ত।
যুগে যুগে এমন অনেক নারি বলির পাঠা হয়েছে কবিদের কাব্য আর সাহিত্য স্মৃষ্টিতে। হয়, এমন হয়।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

সায়ন্তন রফিক বলেছেন: অনেক কবির স্ত্রীর এ আক্ষেপ থাকে। ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

মনস্বিনী বলেছেন: খুবই সুন্দর একটি কবিতা।

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.