![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭
আদি অন্ত খুঁজে কতো লোকে
কোথায় লুকিয়ে আছে
এই জীবনের ইতিবৃত্ত।
খোঁজ তবু মেলে না কোথাও
আঁধার চাদরে ঢাকা
প্রথম সৃষ্টির সব সত্য।
প্রথম সৃষ্টির সন্ধানে রফিক অকারণে হয়ো না অধীরচিত্ত।
৮
এলোমেলো জীবনের গায়ে
জমে ধুলোবালি কতো
জীবনের দায় নেই যেন।
অনায়াসে মুছে নিয়ে হাসে
পাগলামি মাতলামি করে
বলে জীবনতো একটাই জেনো।
মৃত্যুকে রফিক শেষ দৃশ্য ভেবো না কখনো।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯
ইনকগনিটো বলেছেন: ৮ ভাল লাগলো
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২
মনস্বিনী বলেছেন: দুটোই ভাল লাগল।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪
বার্ণিক বলেছেন: আঁধার চাদরে ঢাকা
প্রথম সৃষ্টির সব সত্য। - অতি সত্য।