![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি বললাম
আমাকে কী দেবে
দাও ।
তুমি বলেছিলে
ঠোঁটে হাসি মেখে
ভালোবাসা আছে
নেবে ?
আমিও বললাম
হেসে
ও ঠোঁট আমায়
দাও ।
সেই থেকে কেটে গেছে
শরীরে শরীরে
দিন ।
ভালোবাসা হীন রাত
কেটেছে নির্ঘুম
কতো
সমস্ত জীবন মিটিয়েছি
শুধু শরীরের
ঋণ ।
(গ্রন্থ - আমি কোনো কবিতা লিখি না)
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০
রাজু বলেছেন: একদিন আমি বললাম
আমাকে কী দেবে
দাও ।
তুমি বলেছিলে
ঠোঁটে হাসি মেখে
ভালোবাসা আছে
নেবে ?
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮
মনস্বিনী বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০
বার্ণিক বলেছেন: সমস্ত জীবন মিটিয়েছি
শুধু শরীরের
ঋণ । - সুন্দর।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১
প্রীতম বলেছেন: আমরা শারিরি রিনগুলো লাভ লসের হিসেব না করেই মিটিয়ে ফেলি। বড় খরস্রোতা আর দুর্দান্ত সে লভ্যাংশ।
সুন্দর হয়েছে। ধন্যবাদ।