![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩৬
চোখে জল নিয়ে তুমি
নিরুত্তাপ থাক
পাতা ফাঁদে ।
চাঁদ ছোঁয়া জানালায়
কার প্রেম কাঁদে !
৩৭
শোকাহত উষ্ণ রাত
হৃদয় কাতর
নিদ্রাহীন ।
স্মৃতির অতলে খোঁজে
বেদনা রঙিন ।
৩৮
আলোর আশায় থাকে
ছেলে বুড়ো সব
অন্ধকার ।
নৈঃশব্দের বুক চিরে
তীব্র হাহাকার ।
৩৯
আঁধারের বাঁশিওলা
ধবল শরীর
চিরচেনা ।
জীবনের শেষে এসে
হলে কি অচেনা !
৪০
যাকে খুঁজে বেড়ালাম
সারা বিশ্ব জুড়ে
সে কি তুমি ?
পেয়ে মনে হয় কেন
নিঃস্ব মনোভূমি !
( গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )
১৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪৯
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
বার্ণিক বলেছেন: ৩৮ ও ৩৯ নম্বরটা খুবই ভাল।
১৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২২
মনস্বিনী বলেছেন: প্রত্যেকটি খুব সুন্দর।