![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯
হয়তো কেউ কানে কানে গান
গেয়েছিলো কোনোদিন
অবহেলা করেছিলে তাকে।
সময়ের কাছে ম্লান হাত
তার লিখে গেছে ঋণ
জীবনের কোনো শীর্ণ বাঁকে।
করো না রফিক অবহেলা কোনো গানের গোপন সুরভিকে।
১০
মরণের তীরে যারা যায়
তারা কি কখনো এই
পৃথিবীর কথা মনে রাখে?
স্নায়ুর প্রবাহে কখনো কি
জাগে বিষাদ বেদনা
কায়াহীন অবয়ব দেখে?
কেউ তো জানে না রফিক কী আছে সেই লোকে।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:১৪
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:১৯
বার্ণিক বলেছেন: ভাল।
১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:১৫
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৬ রাত ৮:২৯
মনস্বিনী বলেছেন: সময়ের কাছে ম্লান হাত
তার লিখে গেছে ঋণ
জীবনের কোনো শীর্ণ বাঁকে। ----সুন্দর!