নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর বেঁচে আছেন

১৬ ই মে, ২০১৬ সকাল ১০:২০



টিকি দাড়ি টুপি
তসবীহ জপমালা আর হলিক্রসে
শৃঙ্খলিত আছেন ঈশ্বর
বহু কাল ধরে
মসজিদে মন্দিরে
আর গির্জার নিপুণ কারাগারে ।
এই সব কারাগার থেকে
ঈশ্বর কখনো মুক্তি চেয়েছেন কিনা
কেউ কি তা জানে ?
আমিও কি জানি ?
মনে হয় বহু দিন
ঈশ্বর মুক্তির আনন্দের খোঁজে
দিশেহারা
তবু আনন্দ মিলেছে কি তাঁর ?

হয়তো এখন ভাবেন বসে
মানুষ সৃষ্টিই তার
মস্ত বড় ভুল ।
এই মানুষেরা
কখনো মুক্তি দেবেনা তাকে ।

আবার কখনো কেউ কেউ
অবজ্ঞায় বলে উঠে -
কে ঈশ্বর ?
কোথায় ঈশ্বর ?
ঈশ্বর বলে কেউ নেই ।
কেউ কেউ গালি দেয়
কেউ কেউ ছুঁড়ে মারে ঢিল ।

এই সব দেখে শুনে
ঈশ্বর এখন
বিষণ্ণ ভীষণ ।
কখনো কখনো হয়তো বিনাশের
বিপুল বাসনা জাগে
সৃষ্টির নেশায় ভুলে যান সব ।
নাহলে কবেই থেমে যেতো
পৃথিবীর সব কলরব ।
( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:০০

নাঈম রেজা বলেছেন: প্রথম ভুল ঈশ্বর বেঁচে আছেন! কারণ যারা ঈশ্বরে, ভগবান, সৃষ্টিকর্তা , আল্লাহ বিশ্বাস করে তারা কখনো বলতে পারে না এই শ্রষ্টার জন্ম কবে কোথায়! তাই মৃত্যুর প্রশ্ন এখানে নাই।

“হয়তো এখন ভাবেন বসে
মানুষ সৃষ্টিই তার
মস্ত বড় ভুল”
ঈশ্বর আনুষাঙ্গিক সৃষ্টিকর্তা এদের কখনোই ভুল হয় না।


এই সব দেখে শুনে
ঈশ্বর এখন
বিষণ্ণ ভীষণ ।
ঈশ্বর আনুষাঙ্গিক সৃষ্টিকর্তা এদের কখনোই বিষণ্ন বা অন্য কিছু রাগ, ক্রোধ ইত্যাদি কখনোই হয় না।

১৭ ই মে, ২০১৬ সকাল ১১:০১

সায়ন্তন রফিক বলেছেন: সবাই সবকিছু বুঝতে পারে না। হয়তো তাই .......

২| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২৭

ভয়েস অব মাহাবুব বলেছেন: আবোল তাবোল কথা।

১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৭

সায়ন্তন রফিক বলেছেন: পাগলের প্রলাপও অনেককে আকর্ষণ করে। তবে কান না দেয়াই উত্তম।

৩| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:২৭

মনস্বিনী বলেছেন: প্রার্থনারত সুন্দর মেয়েটিও ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর কখনও দিশেহারা হন না।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০

সায়ন্তন রফিক বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ।

৪| ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:১৭

বার্ণিক বলেছেন: শৃঙ্খলিত আছেন ঈশ্বর
বহু কাল ধরে
মসজিদে মন্দিরে
আর গির্জার নিপুণ কারাগারে । - ঠিক কথা।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২

সায়ন্তন রফিক বলেছেন: এ সব কারাগারের বাইরে ঈশ্বরকে খুঁজতে হবে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.