![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪১
কোথাও আশ্রয় নেই
যাত্রা শেষে জানি
শুধু চলা ।
তবুও নীড়ের আশা
জাগে শেষ বেলা ।
৪২
সমুদ্র সৈকতে বসে
দেখি মরুভূমি
বেদনার ।
ঢেউ গুলো ভেঙে পড়ে
শুনি হাহাকার ।
৪৩
এখনো তোমার জন্যে
নীল হয় কেউ
বেদনায় ।
শোকের সাগরে ডুবে
ঝিনুক কুড়ায় ।
৪৪
কিশোরীর দূরতর
হৃদয়ের কাছে
হয়ে লীন
খোঁজো নাকো প্রেম জেনো
সে স্বপ্নে রঙিন ।
৪৫
প্রতিদিন প্রণয়ের
দেখি প্রতারণা
লজ্জাহীন ।
ঘৃণা জাগে মন তবু
হয় দেহে লীন ।
( গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )
১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৫৭
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
২| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:২২
মনস্বিনী বলেছেন: পঞ্চপদীগুলো ভাল অবশ্যই। ছবিটাও ভাল।
৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৬
সায়ন্তন রফিক বলেছেন: ভালো জেনে খুশি হলাম। আপনাকে ধন্যবাদ।
৩| ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:১৪
বার্ণিক বলেছেন: আপনার পঞ্চপদীগুলো ভাল লাগে। বইটা সংগ্রহ করেছি। ছবিটাও চমৎকার।
৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৯
সায়ন্তন রফিক বলেছেন: বইটি সংগ্রহ করেছেন জেনে খুব খুশি হয়েছি। সাথে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল খুব