![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারপাশে ঘুরে সারাক্ষণ
আমি তার দৃষ্টির কাছে বন্দি
অথচ কী স্বাধীন সবাই!
ঝলমলে সূর্যের আলোয়
অবলীলায় ফাঁকি দিয়ে
সেই চোখ
কাঙ্ক্ষিত গন্তব্যে হাঁটে
শিশ দেয়
উল্লাসে তুবড়ি বাজায়
ইচ্ছে হলে নাচে গান গায়।
আমি শুধু দেখি ......।
কিন্তু সেই চোখ
কখনো পারিনি ফাঁকি দিতে
কিছুতেই ।
অথচ আমারও
ইচ্ছে করে
ঝর্ণার জলে উদোম হতে।
ইচ্ছে করে
সশব্দ উল্লাসে গাই গান
যখন যেখানে খুশি যাই
বাঁশি বাজাই ফানুস উড়াই।
ইচ্ছে করে
কোনো রূপসীর
রূপের আগুনে নিজেকে পোড়াই।
কিন্তু সেই চোখ
ইচ্ছেগুলো টেনে ধরে
যখন তখন ।
আমার ইচ্ছেগুলোর ঘটে
অকাল মরণ ।
(গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না)
১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:১২
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:০২
বার্ণিক বলেছেন: " অথচ আমারও
ইচ্ছে করে
ঝর্ণার জলে উদোম হতে।
ইচ্ছে করে
সশব্দ উল্লাসে গাই গান
যখন যেখানে খুশি যাই
বাঁশি বাজাই ফানুস উড়াই।
ইচ্ছে করে
কোনো রূপসীর
রূপের আগুনে নিজেকে পোড়াই।" - অপূর্ব !
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩
মনস্বিনী বলেছেন: ভাল লেগেছে ।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৩
সায়ন্তন রফিক বলেছেন: জেনে আমারও ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৬ রাত ৮:২৬
সুমন কর বলেছেন: ভালো লাগল।