![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪৬
জীবনের রন্ধ্রে রন্ধ্রে
শব্দ ঝরে শুনি
শান্তি চাই ।
আগ্রাসী বারুদ কেনে
পুরো জীবনটাই ।
৪৭
অন্তহীন অন্ধকার
তবু দুঃসাহসী
প্রেম বুকে ।
রক্তে জাগে মত্ত নাচ
অন্ধকার ঢাকে ।
৪৮
কদমের খোঁজে এক
মেয়ে বৃষ্টি ভেজা
বনে হন্যে ।
জানি প্রেমে নয় সে তো
জীবনের জন্যে ।
৪৯
যত বেশি মনে পড়ে
তত স্মৃতি নেই
তবু তুমি
কেন জুড়ে থাক বল
সারা মনোভূমি ।
৫০
কাল সারারাত ছিল
ঝুম বৃষ্টিপাত
আঙিনায় ।
তবু জল নেই আজ
প্রভাতের গায় ।
( গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫
সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম জেনে ।
২| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
বার্ণিক বলেছেন: ৪৬ নম্বরটা অসাধারণ।
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬
সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম জেনে ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০
মনস্বিনী বলেছেন: জীবনের রন্ধ্রে রন্ধ্রে
শব্দ ঝরে শুনি
শান্তি চাই ।
আগ্রাসী বারুদ কেনে
পুরো জীবনটাই । - সুন্দর।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৯
বিজন রয় বলেছেন:
৪৭
অন্তহীন অন্ধকার
তবু দুঃসাহসী
প্রেম বুকে ।
রক্তে জাগে মত্ত নাচ
অন্ধকার ঢাকে ।
এটি বেশি ভাল লাগল।