![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ একজন আসবে ভেবেই
অপেক্ষায় ব্যর্থ হলো
সারাটি দুপুর
এলো না সে ।
বিকেলের পড়ন্ত রোদ্দুরে
বাড়ি ফেরা পথ ধরে
কেউ একজন আসবে ভেবেই
জানালায় বসে কেটেছে প্রহর
এলো না সে ।
কালের উঠোন ঘিরে আছে অন্ধকার
নষ্ট ভবিষ্যৎ শিশ দেয়
প্রমত্ত বিনাশ নাচে উন্মাতাল নাচ ।
তবুও এই ভয়ানক সন্ধ্যায়
অপেক্ষায় আছি
কেউ একজন আসবেই
আলোয় ভরিয়ে দেবে সব ।
( গ্রন্থ - আমি কোনো কবিতা লিখি না)
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৬
সায়ন্তন রফিক বলেছেন: তাই তো অপেক্ষা । মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫
মুমু পাখি বলেছেন: দারুন লিকেছেন, ভালো লাগলো।
২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৭
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ।
৩| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬
বার্ণিক বলেছেন: খুবই সুন্দর কবিতা।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:০৩
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮
মনস্বিনী বলেছেন: সুন্দর একটি কবিতা। খুব ভাল লাগল।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসবে অবশ্যই আসবে
সুন্দর হয়েছে।