![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের কড়চা – ১
সময় বয়ে যায়
সবকিছু দিয়ে যায়
জীবন হয়ে উঠে সুবর্ণ ।
সময় বয়ে যায়
সবকিছু নিয়ে যায়
জীবন হয়ে উঠে বিবর্ণ ।
তবুও জেনে রেখো
বিবর্ণ সে সময়
সুবর্ণ সে সময় জীবন তো নয় ।
সময়ের কড়চা – ২
মাঝে মাঝে মনে হয়
নেই যে সময় ।
তবু সময়ের হাত ধরে
অলীক স্বপ্নের মাঝে
অহেতুক বেঁচে থাকা
এর কোনো মানে নেই ।
কেবল সময় ছুঁয়ে ছুঁয়ে
নড়ে চড়ে উঠা
সময়ের পিছু পিছু হাঁটা
এর কোনো মানে নেই ।
সময়েরই আছে কোনো মানে ?
কেউ কি তা জানে ?
সময়ের সাথে নিত্য চলে
সময়ের হানাহানি
সময়ের গ্রাস করে সময়ের সর্বনাশ ।
সময়ের কড়চা – ৩
সময়ের আগুনে পুড়েছে
কতো কিছু কতো যুগে ।
আমিও চেয়েছি
নিজেকে হেলায় ফেলে দিয়ে
সময়ের আগুন গহ্বরে
পুড়ে ছাই হয়ে যেতে
অথবা বিশুদ্ধ হতে ।
অথচ সময়
এখন জ্বালাতে পারে শুধু
পোড়াতে পারে না ।
(গ্রন্থ - আমি কোনো কবিতা লিখি না )
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৮
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫১
মুমু পাখি বলেছেন: চমৎকার লিখেছেন, অনেক ভালো লেগেছে।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে +
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫১
টাইম টিউনার বলেছেন: ভালো লিখেছেন।
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৫| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভালো লেগেছে
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:০০
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৬| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
মনস্বিনী বলেছেন: সময়ের সাথে নিত্য চলে
সময়ের হানাহানি
সময়ের গ্রাস করে সময়ের সর্বনাশ । - খুবই সুন্দর।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৭
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: সত্যিই, সময় জ্বালাতে
কিন্তু পোড়াতে পারেনা.....
খুব ভালো লাগলো...