![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অক্ষমের আত্মপ্রবঞ্চনা
একাত্তরের মহান অবদান ভুলতে যে পারি না তাই
কতো কতো বাঁশ
ওরা দিচ্ছে বারোমাস
তবু তালে তালে দিই তালি মহানন্দে বগল বাজাই।
সুন্দরবন ধ্বংস হবে কেউ কেউ বলে? – ওদের শুধাই।
কে বলে ওসব?
অকারণ কলরব
তুমি অবশেষে স্বাধীনতা বিরোধীর দলে গেলে ভাই(!)
এতদিন পরে বিরোধিতা করে রাজাকার হতে নাহি চাই।
তাই ভয়ে ডরে
থাকি সদা চুপ করে
সব ক্ষতি মেনে নিয়ে উচ্চস্বরে তাদের অবদানের গান গাই।
সে অবদানের ঋণ কবে শোধ হবে আমাদের জানা নাই।
ক্ষমতার ঋণ
হয়ে গেছে সীমাহীন
আজ তাই পরম ভক্তিতে অসম চুক্তিতে কোনো গ্লানি নাই।
আমাদের বন ধ্বংস হয় হোক টিকে থাক প্রতিবেশী দাদাদের
অক্ষম আমি সান্ত্বনা খুঁজি হয়তো কোনোদিন ওটা হবে আমাদের।
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭
মনস্বিনী বলেছেন: আত্ম প্রবঞ্চনা না ক্ষোভ ?
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪
সায়ন্তন রফিক বলেছেন: হয়তো ক্ষোভ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২
ইকরাম উল হক বলেছেন:
কতো কতো বাঁশ
ওরা দিচ্ছে বারোমাস
লেখাটি ভাল লাগলো বাটনে চাপ হয়সে