![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১
পড়ন্ত বিকেলে দেখতে চাও
সমুদ্রের বুকে জাগা
দ্বীপে ফসলের হাসি গান।
নাবিকেরা ভীষণ বিমুখ
জাহাজের পাল তুলে
শুনতে পায় তীরের আহবান।
চেয়ো না শুনতে রফিক অবেলায় ফসলের গান।
১২
বাঞ্ছিতের আহ্বানে বাড়ায়
ব্যাকুল বাহু আগ্রহে
মিলনের বাসনায় দীপ্ত।
সাধনায় ঋদ্ধ নয় মন
মোহের আগুন চোখে
লোলুপ আত্মা থাকে অতৃপ্ত।
কখনো মোহের মিলনে রফিক নিজেকে করো না লিপ্ত।
১৩
আত্মাকে পণ্য করে সবাই
সেজেছে ফেরিওয়ালা
একে অপরের খরিদ্দার।
নিজেকে বিকিয়ে সুখ খুঁজে
উন্মাদের মতো ছুটে
সময় নেই যে দাঁড়াবার।
অমন সুখের খোঁজে রফিক করো না ফেরি তোমার আত্মার।
১৪
অন্ধকারে বিছানায় নেই
শোণিতের আলোড়ন
লক্ষ্মীপেঁচা ডাকে না কোথাও।
জানালার পর্দা দুলে উঠে
কী যে বিষণ্ণ বাতাসে
অনায়াসে ঘুমেরা উধাও।
বিষণ্ণ বিছানা তোমারও জানি রফিক তবু তুমি বেঘোরে ঘুমাও।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪
মনস্বিনী বলেছেন: আত্মাকে পণ্য করে সবাই
সেজেছে ফেরিওয়ালা
একে অপরের খরিদ্দার। - খুব সুন্দর।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
নোমান প্রধান বলেছেন: ভালো ছিলো মানে এখনো আছে
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪১
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর।