![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ – ৭
১৫
অমার্জিত ঈর্ষা রাশি রাশি
স্তূপ হয়ে পড়ে থাকে
মার্জিত ঘরের আশেপাশে।
সভ্যতার নামে অহরহ
মানবীয় ছলাকলা
জীবনের শিল্পিত প্রকাশে।
তুমিও রফিক আজীবন বন্দি এই সভ্যতার নাগপাশে।
১৬
জানালাটা খুলে দেখো আজ
হাত বাড়ালেই সুখ
বদলে গেছে দিন রাত সব।
বাজবেই অমরতার গান
স্বর্গের বাগান হবে
শোনো প্রযুক্তির কলরব।
তুমিও রফিক দ্রুত পাল্টে নিতে পারো নিজ অবয়ব।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। কবিতা নয় শুধু, কোনো কিছুতেই আরোপিত দুর্বোধ্যতা পছন্দ করিনা। তাই সহজবোধ্য করে লেখার চেষ্টা করি।
২| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮
বার্ণিক বলেছেন: ভাল লাগল ।
২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭
অনর্থদর্শী বলেছেন: একেবারেই দুর্বোধ্য নয় কবি। আমাদের সবার অনুভবগুলোই বোধকরি নিয়ত অন্তর্মুখী পাখিদের দল।তাদের কোনো বাসা নেই, তাই তাদের সদগতিও নেই, পরিনতিও নেই। শুধু ডানা ঝাঁপটানোর শব্দ আছে।