নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

অক্ষম অপবাদের গৃহে

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫


বিষাদের সাথে
করি নির্বিকার বসবাস।
ইদানিং জীবনের প্রতি
আমার কোনো আগ্রহ নেই।

আমার কোনো আগ্রহ নেই
নিপুণ সাংবাদিকের চমকপ্রদ গোছানো খবরে
দক্ষ রাজনীতিকের তুখোড় ভাষণে।
হঠাৎ পাওয়া জীবনের নতুন কোনো দর্শনে
আমার কোনো আগ্রহ নেই।

প্রিয় কবির অমর কোনো জ্বলজ্বলে পংক্তিমালা
কোনো রূপসী নারীর গাঢ় মদির আঁখি
নিঃশব্দ নিশীথে বেহালায় রবীন্দ্রনাথের মোহন সংগীত
হৃদয়ে আগের মতো জাগায় না আলোড়ন।
মনে হয় সব যেন বৃথা আয়োজন।
তাই
অবিকার করি বাস
বিষাদের সাথে একাকী আঁধারে।

তবুও হঠাৎ
জীবনের মোহ জাগে যদি
জীবনের খোঁজে যদি বের হই পথে
অজস্র ঘৃণার কাঁটা
পদতলে বিঁধে টের পাই।
অজস্র জীবন ছুটে আসে
আমার কপালে আঁটে অক্ষমতার পোস্টার।
তাই
ইদানিং জীবনের প্রতি আমার কোনো আগ্রহ নেই।

তবুও জীবন
বয়ে চলি মুটেদের মতো ।
তবুও নিয়ম
মেনে দেহ করি নাড়াচাড়া
জীবন পাহারা দেই প্রভুভক্ত কুকুরের মতো ।
তবুও কুকুর নই
কুকুরেও করে প্রতিবাদ।

প্রতিবাদহীন আমি
নিঃশব্দ বসবাস আমার
একাকী আঁধারে
অক্ষম অপবাদের গৃহে
চোখ কান বন্ধ করে শূন্যে উঠিয়ে পা।

( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না )

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২

বার্ণিক বলেছেন: জীবন পাহারা দেই প্রভুভক্ত কুকুরের মতো ।
তবুও কুকুর নই
কুকুরেও করে প্রতিবাদ। - খুব ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.