![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫১
বসন্ত সুগন্ধে ভরে
তোমার সুরম্য
আঙিনায় ।
আমার আঙিনা পুড়ে
উষ্ণ হাওয়ায় ।
৫২
রূপহীন বহুরূপী
মেঘ সিঁড়ি বেয়ে
নেমে আসে ।
সুবিশাল বনভূমি
সেই রূপে হাসে ।
৫৩
তার ঘৃণা ভরা দৃষ্টি
আমার দুচোখ
সক্রেটিস ।
হৃদয় মন্থন করে
হেমলক বিষ ।
৫৪
মাটির ঘ্রাণের খোঁজে
এলিয়ে আঁচল
বসে কারা ?
সবুজ শস্যের ক্ষেত
দেয় না তো সাড়া ।
৫৫
চোখ হয়ে গেছে কাঁচ
দেখে না কিছুই
শুধু ছল ।
বিষভাণ্ড দুঠোঁটে তবু
স্বাদ নোনা জল ।
(গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫
শহিদুজ্জামান বলেছেন: বসন্ত সুগন্ধে ভরে
তোমার সুরম্য
আঙিনায় ।
আমার আঙিনা পুড়ে
উষ্ণ হাওয়ায় [/sb
বেশ ভালো লেগেছে। শুভকামনা জানবেন কবি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭
নেয়ামুল নাহিদ বলেছেন: খুবই ভালো লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৫| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬
বার্ণিক বলেছেন: সবগুলোই ভাল।
৬| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৫২
সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।
৭| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০১
মনস্বিনী বলেছেন: সবগুলোই ভাল।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৮| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।
ভাল লিখেছেন
৯| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭
প্রথমকথা বলেছেন:
তার ঘৃণা ভরা দৃষ্টি
আমার দুচোখ
সক্রেটিস ।
হৃদয় মন্থন করে
হেমলক বিষ ।
খুব সুন্দর অনবদ্য কাব্য।