![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে ডুবে আছে সময় এখন
আমার অঙ্গনে তাই
আর ফোটে না রঙ্গন ।
নিবিড় বাহুতে
কবিতা আমাকে
আর বাঁধে না এখন।
কবিতা এখন
নষ্ট প্রেমিকের কোলে
আহ্লাদে এলিয়ে মাথা
আমাকে উপেক্ষা করে
সশব্দে ছিটোয় থুতু।
কবিতার থুতু গায়ে মেখে
আমিও কি নষ্ট হয়ে যাবো ?
সময়ের অন্ধকারে হারাবো নিজেকে ?
তার চেয়ে এই ভালো
সন্ন্যাস করেছি ব্রত
কোনোদিন ছোঁবো না গন্ধম
তপস্যায় খুঁজে নেবো পরশ পাথর ।
যদি পাই তবে প্রদীপ্ত পরশে মুছে দেবো
সময়ের সব অন্ধকার ।
আবার ফুটবে রঙ্গন অঙ্গনে আমার ।
শুদ্ধ প্রেমিকের দিকে
কবিতা বাড়াবে বাহু গভীর আবেগে ।
( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না )
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২
প্রথমকথা বলেছেন: সুন্দর আবেগের বহিঃপ্রকাশ, ভাল একটি কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।
৪| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
বার্ণিক বলেছেন: সুন্দর। তবে কবিতার শুদ্ধ প্রেমিকের বড়ই অভাব।
০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৫১
সায়ন্তন রফিক বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর