![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯
সমুদ্রের পাশে বসে কেউ
শুনে মরুর সংগীত
ঝিনুকেরাও টের পায় তা।
সৈকতের বালিও সে গানে
হৃদয়ের কথা শুনে
জীবনের এমনি ফাঁদ পাতা।
তবুও রফিক খোঁজে ফেরো তুমি মোহনীয় নীরবতা।
২০
অবনত জীবনের দিকে
ধেয়ে চলে অপমান
কুঁকড়ে থাকে মন এককোণে।
জীবন মন্থন করে করে
বাজে হতাশার সুর
রুদ্ধস্বরে অন্তিমদিন গোনে।
এমন জীবন জেনো রফিক থাকার নেই কোনো মানে।
২১
প্রতিদিন মরে কেউ কেউ
জীবন তবু সুখের
মরে বেঁচে থাকা দোষ নয়।
মনের প্রাঙ্গণ জুড়ে ধুলো
জমা হোক যতো খুশি
জীবন যে বড়ো মোহময়।
চেয়ো না রফিক জীবনের মোহে এমন মৃত হৃদয়।
২২
অনেকেই ভাবে পাওয়া যেতো
যদি নতুন জীবন
জীবন হতো অন্যরকম।
জীবন মানেই বসবাস
শুধু যন্ত্রণার সাথে
যন্ত্রণাগুলো নানারকম।
যন্ত্রণার মাঝেই রফিক সুপ্ত থাকে জীবনের দম।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
সায়ন্তন রফিক বলেছেন: ঠিক তা নয়। কবিতার একটি আঙ্গিক নির্মাণের চেষ্টা করেছি মাত্র। আমার " অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ " গ্রন্থে এরকম একশোটি সপ্তপদী এবং "একটি দুর্বোধ্য প্রলাপ " শিরোনামে একটি দীর্ঘ কবিতা আছে। আর নিরাপত্তা? সেকি আর কোথাও আছে? গেলো বছর অক্টোবরে একটা পোস্ট দিয়েছিলাম ' প্রসঙ্গঃ একজন কবিতা চোর ' শিরোনামে। পড়ে দেখা যেতে পারে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫
বিলিয়ার রহমান বলেছেন: আপনার আগের সপ্তপদীগুলো পড়া হয়নি! এবারই প্রথম চোখে পড়ল!
বিশ্বাস করেন কেবল শিরোনামটা পছন্দ হয়েছে বলে পোস্টে ঢুকেছি!
তবে তিনটে সপ্তাপদী পাঠ করার পর আমার অনুভূতি হল,“ পোস্টে আসাটা বৃথা যায়নি!”
লাইক! প্লাস !
হাতুড়ের কিন্তু আমার মনের প্রশ্নটাই করে গেছেন!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
সায়ন্তন রফিক বলেছেন: সপ্তপদীগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। হাতুড়ে লেখকের প্রশ্নের উত্তর উপরে দেয়া হয়েছে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯
বার্ণিক বলেছেন: সবগুলো ভাল লেগেছে।
০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪৮
সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
হাতুড়ে লেখক বলেছেন: যন্ত্রণার মাঝেই রফিক সুপ্ত থাকে জীবনের দম।
লেখা যাতে কেউ কপি না করতে পারে সেজন্য সিকিউরিটির ব্যবস্থা রেখেছেন নাকি?