নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

মন্দকাল

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩



অবরুদ্ধ দীর্ঘশ্বাসে কাতর হয়ে যখন
সত্যের সাধনা থেকে
কোনো কোনো দীপ্র হাত
যাচ্ছে সরে ক্রমাগত।
পরজীবী প্রতিভার প্রতাপে যখন
ভীষণ তমসা ঘেরা সাহিত্য গগন
শিবিরে শিবিরে বেজে চলে
স্বঘোষিত স্বীকৃতির ডামাডোল আর
পুরস্কার প্রদানের লোভী আয়োজন
তখন সাহিত্যে কী পাবে বলো।
আলু পটলের মতো প্রেম
ভুতের গল্প আর পাগল সমাচারে
ভরে যাবে কোটি কোটি পাতা।
বণিকের কলরবে মুখরিত
সাহিত্যের মলিন প্রাঙ্গণ
তোষামোদে ব্যস্ত সব সাহিত্য দালাল
তাই কবিদের এখন ভীষণ মন্দকাল।

( গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি )

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা ভালো লাগলো

০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:২৬

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

২| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

নাগরিক কবি বলেছেন: প্রথমে মাথার উপর দিয়ে গিয়েছিল। ২য় বার পড়ায় কিছু বুজলাম।
ভাই সাহিত্য আর সাহিত্য নেই এখন - বক সাহিত্যে রূপান্তর হয়েছে। যা আপনি খুব সুন্দর করে বুজিয়েছেন।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৩২

সায়ন্তন রফিক বলেছেন: ওসব সবকালেই ছিলো আড়ালে। তবে এখন তার নির্লজ্জ প্রকাশ ঘটছে। মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৩| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর উপস্থাপনা

০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৩২

সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৪| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭

বার্ণিক বলেছেন: শিবিরে শিবিরে বেজে চলে
স্বঘোষিত স্বীকৃতির ডামাডোল আর
পুরস্কার প্রদানের লোভী আয়োজন - এখানেও তা আছে। সাহিত্য দিয়ে কি দরকার। এইবারও মেলায় ৩৬০০ বই বের হয়েছে।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

সায়ন্তন রফিক বলেছেন: থাকাটা অস্বাভাবিক নয়। তবে নির্লজ্জ তোষামোদ বিরক্তিকর। সাহিত্য না হোক, বাংলা বইয়ের তালিকা বড় হচ্ছে। মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৫| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

মনস্বিনী বলেছেন: পুরস্কারের লোভ এবং দালালি সব সময়ই ছিল ।

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

সায়ন্তন রফিক বলেছেন: মাত্রাটা বেড়ে গেছে। মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.