![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন প্রেমে
একদিন
মোহন বৃষ্টিতে ভিজে
উন্মন ছিলো চারপাশ
মাটিও আকাশ
ছুঁয়েছিলো প্রেমে ।
মনে আছে
তুমিও সেদিন
সিক্ত এলোচুলে
মুগ্ধ দৃষ্টি মেলে
আন মনে এসেছিলে
ও আকাশ থেকে নেমে ।
হবে না সময়
অমর কবিতা লিখে যাবো
তোমার দুচোখ নিয়ে
বুকের ভেতরে পুষে রাখি
নিবিড় উপমা কতো
তবু আজও হলো না সময় ।
আমার ইচ্ছেগুলোর মতো
তুমিও বুকের মধ্যে
থেকে থেকে কোনোদিন
হয়ে যাবে ক্ষয় ।
তবুও আমার জানি হবে না সময় ।
রাখি নি সম্বল
পড়ন্ত বিকেল বেলা
শান্ত রোদে মেলে দিয়ে
রঙিন আঁচল
কী যে চাও তুমি কেন
বাড়াও ব্যাকুল বাহু
শূন্য করতল ।
চতুর নর্তকী এক
নিয়ে গেছে সব
নাচের মুদ্রায় শুধু
রেখে গেছে ছল ।
তোমাকে দেবার কিছু
রাখিনি সম্বল ।
(গ্রন্থ - আমি কোনো কবিতা লিখি না )
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
সায়ন্তন রফিক বলেছেন: তাই?
২| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।
৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৫
বার্ণিক বলেছেন: তিনটি কবিতাই চমৎকার।
০৮ ই মে, ২০১৭ সকাল ১১:২৬
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৫
মনস্বিনী বলেছেন: ব্যর্থ প্রেমের কবিতা। তবে ভাল লাগল।