নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

শাশ্বত সংগীত

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭



দিন বদলের গান
আমাদের মহান রাজনীতিকদের শাশ্বত সংগীত।
যখনই যে থাকে ক্ষমতার মসনদে
তখনই সে গেয়ে চলে দিন বদলের গান।
তাদের নিঃশ্বাসে যদিও মিশে থাকে রক্তের ঘ্রাণ
তাদের আঙুলে যদিও লেগে থাকে পোড়া বারুদের গন্ধ
তাদের শরীরে নিপুণ ভঙ্গিতে যদিও নাচে হিটলার
তবু তারা বার বার উচ্চস্বরে গেয়ে যায় দিন বদলের গান।
সেই গান শুনে কেউ আহ্লাদে হাততালি দেয়
কেউ আড়ালে আবডালে গালি দেয়।
তারা হাততালিটাই দেখে শুধু
গালি শুনলেও ভ্রুক্ষেপ করে না।
কেউ কেউ আক্ষেপের সুরে বলে ওরা গানের মর্ম বোঝে না।
কেউ কেউ জোর করে গান শোনায়।
জনসাধারণের মন বারুদের গন্ধে ভীত
কখন পোড়ে ঘরবাড়ি।
পোড়া ঘরবাড়িতে কখন ঢুকে যাবে
পাশের জঙ্গলে ঘাপটি মেরে থাকা ধূর্ত শেয়াল।
খোয়ার উজাড় করে সমস্বরে ডাকবে বসে
নিকনো উঠোন জুড়ে।
হয়তো তখনো বাগানে বসে
আমাদের রাজনীতিকেরা গাইবে
আয়েশি ভঙ্গিতে মন ভোলানোর দিন বদলের গান।

( গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি )

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।







ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:১৮

সায়ন্তন রফিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:১৯

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৪

বার্ণিক বলেছেন: তাদের শরীরে নিপুণ ভঙ্গিতে যদিও নাচে হিটলার
তবু তারা বার বার উচ্চস্বরে গেয়ে যায় দিন বদলের গান। - খুব সুন্দর ।

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:২০

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

মনস্বিনী বলেছেন: পাশের জঙ্গলে ঘাপটি মেরে থাকা ধূর্ত শেয়াল। - বুঝতে পারি নাই। তবে কবিতাটি ভাল লেগেছে।

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:২১

সায়ন্তন রফিক বলেছেন: দক্ষিণ এশীয় রাজনীতি নিয়ে একটু ভাবুন। বুঝতে পারবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.