![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো আশ্রয় তুমি
( রবীন্দ্রনাথকে)
বাঙালির
বুকের গভীরে যেখানে হৃদয় থাকে
সেখানেই ছিলে তুমি।
আজ আর নেই-
বলছে অনেকেই।
তাই বড্ডো প্রেমহীন আমরা এখন।
আমাদের কণ্ঠে নেই গান
সুরের ঝর্ণাধারায় ভেজায় না কেউ মন।
খিস্তি খেঁউড়ে আর নর্তনে কুর্দনে
আমাদের শরীর এখন বেশি সাড়া দেয়।
সারা বছর মেতে থাকি অশ্লীল আনন্দে।
নগ্নতার অন্ধকার ঢেকে রাখে
মানবিক বাগানের শোভা।
ধর্মের গোঁড়ামি
স্বার্থের সন্ত্রাস
আর নাস্তিক্যের অহংকারে
সভ্যতার বিনাশের অন্ধ আয়োজন
চলছে অহরহ।
তবু পঁচিশে বৈশাখ আসে
বাইশে শ্রাবণ আসে
তুমি ঠাঁই নাও বাঙালির মগজের কোষে।
বণিক বিবেক জাগে
তখন তোমাকে নিয়ে কি যে মাতামাতি !
কে বলবে তখন
তুমি নেই বাঙালির প্রাণের গভীরে?
তা যে মিথ্যে কতোখানি
আমি জানি।
বাঙালি জীবনে তুমি শুধু আজ
পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
তবু কেউ কেউ
জীবনের খররৌদ্রে কিংবা বিষণ্ণ সন্ধ্যায়
সংসারের গণ্ডিতে অথবা বৃহতের আঙিনায়
সকল আনন্দ বেদনায়
তোমাতেই আশ্রয় খোঁজে।
আমিও তেমনি একজন
তোমার মাঝেই খুঁজে ফিরি
জীবনের ধন।
( গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি )
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৩৮
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৬
শামছুল ইসলাম বলেছেন: বেশ বলেছেন:
"বণিক বিবেক জাগে
তখন তোমাকে নিয়ে কি যে মাতামাতি ! "
বণিকরা বিদেয় হোক, হৃদয় দিয়ে যারা চায়, তাঁরাই এগিয়ে আসুক ।
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯
সায়ন্তন রফিক বলেছেন: তাই-ই চাই। আপনাকে ধন্যবাদ।
৩| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২২
ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুবই সুন্দর +++
শুভ জন্মদিন হে কবি।
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:১১
বার্ণিক বলেছেন: বণিক বিবেক জাগে - ঠিক কথা।
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৪০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে মে, ২০১৭ রাত ১২:৩১
মনস্বিনী বলেছেন: সারা বছর মেতে থাকি অশ্লীল আনন্দে।
নগ্নতার অন্ধকার ঢেকে রাখে
মানবিক বাগানের শোভা। - সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: তবু কেউ কেউ
জীবনের খররৌদ্রে কিংবা বিষণ্ণ সন্ধ্যায়
সংসারের গণ্ডিতে অথবা বৃহতের আঙিনায়
সকল আনন্দ বেদনায়
তোমাতেই আশ্রয় খোঁজে।