![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা তুমিও আজ
এমন পরেছো সাজ
আহ্লাদী মেয়েটি নও আর।
জটিল তোমার চলা
সাধ্য নেই তোমাকে বোঝার।
হৃদয়ে গোপনে রক্ত ঝরে
তবুও তোমার জন্যে
জীবন অরণ্যে বয়ে যায়
কী যে উথাল পাথাল হাওয়া
হায় তবু যায় না তোমাকে পাওয়া।
বিত্তবৈভবের গর্ব অনাবিল সুখ
কিছুই দাও না তুমি
নিবিড় শান্তিও নয়
মাঝে মাঝে জীবনটাই হয়ে উঠে
যন্ত্রণার কারাগার।
তবু কেন মন
তোমাকেই ছুঁতে চায়
সমগ্র সত্তা কুড়ায়
তোমার নিমগ্ন অভিসার!
( গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি )
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৬
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তবুও কবিতাই ভালবাসি
সুন্দর হয়েছে
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৯
সায়ন্তন রফিক বলেছেন: তাই-ই। যেমনি হোক কবিতাকে ভালোবাসি। ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৩| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:১৭
নীলপরি বলেছেন: তবু কবিতাই ভালোবাসি - শিরোনামটা খুব সুন্দর ।
কবিতা ভালো লাগলো ।
৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০৪
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো।
৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০৫
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৫| ২৯ শে মে, ২০১৭ রাত ১২:২৭
মনস্বিনী বলেছেন: তবু কবিতাই ভালোবাসি - ভাল লাগল।
৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০৬
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল।