নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির যন্ত্রণা

০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৫









স্মৃতির যন্ত্রণা

বিগত স্মৃতির শরীরের অবসন্ন ঘ্রাণ
জীবনের উষ্ণতাকে ঘিরে
অন্ধকারে নাচে
মাতাল আসর জমে মরু বালুকায়।
এলোমেলো কথা বলে
বণিক আত্মাকে দিই ফাঁকি।
বাজারের কোলাহলে বেদনাকে ঢাকি।

তবু স্মৃতির শরীর বিমর্ষ শয্যায় সঙ্গী হয়
লেপটে থাকে সারারাত।
আমার উষ্ণতা চেটেপুটে খায়।

অন্ধকারে শীতল হাওয়ায়
আমি কেঁপে উঠি বারবার
স্মৃতি তবু আমাকে জড়িয়ে আরামে ঘুমায়।


(গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি)

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

বণিক আত্মাকে দিই ফাঁকি।

ভাল বলেছেন, আজাকাল মানুষের আত্মাও বাণিজ্য করে।

কবিতাটি পড়ে বিমর্ষিত!
+++

০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৬

সায়ন্তন রফিক বলেছেন: প্রতিকূল পরিবেশে ভালো থাকার চেষ্টা চালাই প্রতিনিয়ত। আপনিও ভালো থাকুন বিমর্ষতাকে ফাঁকি দিয়ে কবিতাকে নিয়ে। ধন্যবাদ।

২| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০০

সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ভালো থাকুন। ধন্যবাদ।

৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: সায়ন্তন রফিক ,




আসলেই স্মৃতি বড্ড যন্ত্রণাদায়ক । মশার মতো নাছোড়োরবান্দা হয়ে কুটুস কুটুস কামড়েই চলে,যতো আরামেই সে ঘুমাক না কেন ।
ভালো লিখেছেন ।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩০

সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন মশারি টাংগিয়ে।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

বার্ণিক বলেছেন: সুন্দর কবিতা।

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মনস্বিনী বলেছেন: সুন্দর। স্মৃতিকে এড়ানো যায় না।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

সায়ন্তন রফিক বলেছেন: তাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.