![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কবে মনে নেই।
পায়ে বেঁধে মোহন নূপুর
চলার আনন্দে মেতে
অবিরাম পথ চলা শুরু।
সেই থেকে নেচে নেচে
পেরিয়েছি কতো পথ ঘাট
শহর বন্দর গ্রাম।
গন্তব্য কোথায় যাচ্ছি কেন
কখনো প্রশ্ন জাগেনি মনে।
এভাবেই যেতে যেতে
কখন জানি না কোন পথে
নূপুর পড়েছে খসে।
অনেক পথের মোড়ে এসে
ফেলে আসা পদ চিহ্ন মুছে গেছে
হারিয়েছি পথ।
চলার আনন্দ নেই
গ্রাস করে বিপন্ন বিষাদ।
ভাবনাগুলো ক্রমশ ঢুকে পড়ে
ক্লান্তির জঠরে
বিদিশা বিবর্ণ হয়
হয়ে যায় এলোমেলো সব।
এখন কেবল
পথ খুঁজে খুঁজে
ক্লান্ত পায়ে ঘুরি
কোন পথে যাবো আমি?
কোন পথে হেঁটে
পৌঁছে যাবো গন্তব্যে ঠিকঠাক?
পাশ দিয়ে যারা চলে যায়
ব্যাকুল আগ্রহে ডাকি
জানতে চাই কোথায় যাবেন?
কোন পথে? কেন?
কোনো সাড়া নেই শব্দ নেই।
কেউ কেউ মাঝে মাঝে আঙুল নাড়ায়
যেতে হয় তাই যাচ্ছে।
কেউ কিছুই জানে না আর।
অবয়ব ঘিরে থাকে
অন্ধকার বিষাদ অপার।
( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না )
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০১
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২৬
বার্ণিক বলেছেন: আসলেই কেউ কিছু জানে না । কবিতাটা সুন্দর।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০২
সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
মনস্বিনী বলেছেন: ভাল লাগল। আসলেই কেউ কিছু জানে না।
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
সায়ন্তন রফিক বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
গতিই জীবন, চারিপাশে জীবনের সফেন ঢেউ, তাতে যেতে হবে মিশে, সবই আপন, পর নয় কেউ