নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

সব আনন্দ হারিয়ে গেলে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

প্রকাশিত হলো আমার পঞ্চম কাব্যগ্রন্থ ‘আমি নৈঃশব্দ্যকে আগলে রাখি’। এ গ্রন্থেরই একটি কবিতা ‘সব আনন্দ হারিয়ে গেলে’।


সব আনন্দ হারিয়ে গেলে

সব আনন্দ হারিয়ে গেলে আমি সমুদ্রের কাছে যাবো
সন্ধ্যার ম্লান অন্ধকারে
নোনাজলে পা ভিজিয়ে হেঁটে বেড়াবো একাকী।
তারপর রাত্রি নেমে এলে
মাতালের মতো
সৈকতের ভেজা নোনা বালি বুকে চেপে ধরে শুয়ে রবো।
কখনো বা চিত হয়ে শুয়ে
আকাশ আর সমুদ্রের তুলনা করতে করতে
জোছনার লোভে চাতক হবো।
যদি মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে
আমি মেঘের ভেলায় ভেসে
অন্তহীন আনন্দের খোঁজে মহাকাশ পাড়ি দেবো।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বইয়ের জন্য শুভকামনা। কবিতা মোটামুটি লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

সায়ন্তন রফিক বলেছেন: মোটামুটি লাগাতে আমিও মোটামুটি খুশি। ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

সায়ন্তন রফিক বলেছেন: আনন্দিত। ধন্যবাদ।

৩| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

বার্ণিক বলেছেন: খুব ভাল কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৩

সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ লেখা !
শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.