নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

একটি আনন্দ আয়োজন এবং ...

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭



ঘটক দূরালাপনি যন্ত্রের মাধ্যমে অবগত করিল যে, পাত্রীপক্ষ সম্মতি জ্ঞাপন করিয়াছে। ঘটকের পরবর্তী বাক্য শ্রবণের অপেক্ষা না করিয়া মুষ্টিবদ্ধ দূরালাপনি যন্ত্রটি শয্যাপার্শ্বে নিক্ষেপ করিয়া পাত্রের পিতা গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া বাটীস্থ সকলকে ডাকিয়া গৃহপ্রাঙ্গণে একত্রিত করিয়া প্রাকবিবাহ আনন্দ আয়োজনের নির্দেশ প্রদান করিল। পরদিন আত্মীয়-স্বজন সমভিব্যাহারে বাদ্যযন্ত্র সহযোগে আনন্দায়োজন গ্রামবাসী ঔৎসুক্যের সহিত অবলোকন করিল। গ্রামের অন্য যাহাদের পুত্রকন্যার বিবাহ স্থির হইয়াছিল অথচ আনন্দায়োজনের ব্যবস্থা করিতে সমর্থ হয় নাই কিংবা আগ্রহ প্রকাশ করে নাই তাহারা বিস্মিত হইল এবং কিঞ্চিত লজ্জিত হইল। দুই দিবস পরে ঘটক উপস্থিত হইয়া আনন্দায়োজনের বিষয়ে অবগত হইল এবং কিঞ্চিত সংকোচের সহিত জানাইল যে, পাত্রীপক্ষ কতক শর্ত আরোপ করিয়াছে। তন্মধ্যে প্রধান হইতেছে যে, পাত্রকে এই বৎসর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হইতে হইবে। উল্লেখ্য যে, পাত্র দুইবার অকৃতকার্য হইয়া তৃতীয়বারের মত পরীক্ষায় অংশ গ্রহণ করিতে যাইতেছে। ঘটকের বক্তব্য শ্রবণ করিয়া পাত্রের পিতার ললাটে কুঞ্চনরেখা দৃশ্যমান হইল। প্রতিবেশীগণের অধরপ্রান্তে কিঞ্চিত হাস্যরেখা পরিস্ফুটিত হইল।

বিঃ দ্রঃ – উক্ত ঘটনার অন্তর্নিহিত অর্থ উদঘাটন করিবার আবশ্যকতা নাই।

( আলোকচিত্র আন্তর্জাল হইতে সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২০

ভুয়া মফিজ বলেছেন: তাহার পর কি হইলো একটু বিস্তারিত লিখিতে পারিতেন!!!!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

সায়ন্তন রফিক বলেছেন: আনন্দায়োজন দর্শন করিয়া বিস্ময়ে এবং আহ্লাদে লিখিবার যন্ত্রটিও সঙ্কুচিত হইয়া পড়িয়াছিল। অতএব আমাকেও বিস্তারিত লিখিবার আগ্রহ পরিত্যাগ করিতে হইল। আপনার মন্তব্য পাইয়া আহ্লাদিত হইয়াছি।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

প্রামানিক বলেছেন: তাহার পরের ঘটনা কহিলে ভালো হইত।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

সায়ন্তন রফিক বলেছেন: মন্দ হইবার সম্ভাবনাই প্রকট ছিল। সেই হেতু পরবর্তী ঘটনা বিবৃত করিবার বাসনা সম্বরণ করিয়াছি। আপনার মন্তব্য লাভ করিয়া আনন্দিত হইয়াছি।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২

করুণাধারা বলেছেন: অন্তর্নিহিত অর্থ জানার প্রবল আগ্রহ রইল।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

সায়ন্তন রফিক বলেছেন: অন্তর্নিহিত অর্থ অন্তর্নিহিত রাখিবার অন্তর্গত বাসনাই প্রবল। অতএব, দুঃখ প্রকাশ ব্যতিরেকে আমার অন্য কিছু করিবার নাই। আপনার মন্তব্য আমাকে পুলকিত করিয়াছে।

৪| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বার্ণিক বলেছেন: মজা পাইলাম।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.