![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখের বেরং বসন
বাংলাদেশে সাজে পহেলা বৈশাখ
ওপার বাংলায় বাজে চৈত্র সংক্রান্তির ঢাক।
মহাকাশে বিস্ময়ে বিশাখা ভাবে
বাংলা নববর্ষ কবে
প্রতিবেশী বাঙালির মাঝে কেন এ ফারাক?
রফিক স্বভাবটা তোর বাজে
বাজে কথা রাখ।
চল রমনা বটমূলে কিংবা অন্য কোনো খানে
এক দিনের বাঙালি হয়ে
বৈশাখের বাণিজ্য মেলায় যাই।
সুদৃশ্য পাঞ্জাবি আর রংবেরঙের শাড়ির ভাজে
বেরং বসন দেখি
এবং পরম সুখে পান্তায় ইলিশ ভাজা খাই।
( আলোকচিত্র – আন্তর্জাল থেকে সংগৃহীত)
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২১
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
বার্ণিক বলেছেন: কবিতাটি ভাল লেগেছে।
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২১
সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫
মনস্বিনী বলেছেন: ভাল লিখেছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
"শুভ নববর্ষ"