![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতোটা সভ্য হয়েছো বলো
লক্ষ যুগ পেরিয়ে এসেছো তুমি
কতোটা সভ্য হয়েছো বলো।
বলো, সেই অন্ধকার গুহা থেকে বেরিয়ে এসেছো পুরোপুরি?
বলো, তোমার অন্তর থেকে মুছে গেছে
গুহাবাসী জীবনের সব পদচ্ছাপ?
এখনো তো তুমি ঘন জঙ্গলের মাঝে উল্লাসে বেড়াও ছুটে
শিকারের খোঁজে।
এখনো তো তুমি ইচ্ছা করো
শিকারের সেরা মাংসটুকু পেতে।
এখনো তো তুমি আশে পাশে অন্যকে অভুক্ত রেখে
পেট পুরে খেয়ে তৃপ্ত চিত্তে আরামে ঘুমাও।
এখনো তো তুমি যৌনতায় ভীষণ কাতর
সুযোগ পেলেই হামলে পড়ো
সাজানো বাগান পোড়াও আগুনে বিদিশা নেশায়।
এখনো তো আত্মস্বার্থে বুকে পুষে রাখো নির্মম আক্রোশ
প্রতিদ্বন্দ্বী বিনাশের উন্মত্ত বাসনা।
তবুও নিজেকে সভ্য ভাবো
বলো সভ্যতার স্বর্ণশীর্ষে পৌঁছে গেছো তুমি!
আত্মমুগ্ধ বালকের মতো অবিরাম বলে যাও
সভ্যতার নিটোল বয়ান
লিখে যাও গেয়ে যাও সভ্যতার জয়গান।
(গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি)
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
সায়ন্তন রফিক বলেছেন: আপনি যা করেন সেও এক অর্থে কবিতাই।
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
বিজন রয় বলেছেন: আত্মমুগ্ধ বালকের মতো পড়ে গেলাম!
আমি এরকম কবিতার আশা করতেই পারি!
অপূর্ব!
কেমন আছেন?
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। ভালো থাকবেন।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি সুইডেন, নরওয়েতে কিছুদিন বসবাসের পর, এই কবিতা পুরায় লিখলে, কবিতার বক্তব্য কিছটা ভালোর দিকে যাবে।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০
সায়ন্তন রফিক বলেছেন: তাই!!
৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ভালো থাকুন। ধন্যবাদ।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এমন পারিনা কেন ?
অপূর্ব ! কবিতায় ++++
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২
সায়ন্তন রফিক বলেছেন: ! ! ! মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: সায়ন্তন রফিক ,
দিন যায় , মানুষ নিজের ভেতর নতুন নতুন আদিম গুহা আর জঙ্গল গড়ে তোলে নিভৃতে । সভ্য হয়ে উঠতে পারেনা কিছুতেই ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
সায়ন্তন রফিক বলেছেন: চারপাশটা দেখে আমারও তাই মনে হয়েছে। তারই প্রকাশ। ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২০
সনেট কবি বলেছেন: সুন্দর+
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬
সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: গুহাবাসীরা অসভ্য ছিল বললে সত্য বলা হয়না। তখন গুহাবাসীদের গুহাবাসীর মত আচরণ করাটাই ছিল সভ্যতা। তাদেরকে ধ্বংস করে মানুষ কালক্রমে যে সভ্যতা গড়ে তুলেছে, সেটাতেও অনেক অমানবিক অসভ্যতা চোখে পীড়া দেয়।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪
সায়ন্তন রফিক বলেছেন: সভ্যতার ইতিহাস গুহাবাসী জীবনকে সভ্য জীবন হিসেবে স্বীকৃতি দেয় না। আমি মানব সভ্যতার অমানবিক দিকটিই তুলে ধরার চেষ্টা করেছি। মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
জুন বলেছেন: ভালোলাগলো আপনার কবিতা সায়ন্তন রফিক ।
+
১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৬
বার্ণিক বলেছেন: খুব ভাল লেগেছে। সত্যি সুন্দর একটি কবিতা।
১১| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৪
মনস্বিনী বলেছেন: খুব সুন্দর একটি কবিতা।
২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৮
সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমার আফসোস আমি কেন কবিতা লিখতে পারি না।