নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

তুমি এখন যেতেই পারো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫



প্রকাশিত হলো আমার ষষ্ঠ কাব্যগ্রন্থ। সেই গ্রন্থের একটি কবিতা ‘তুমি এখন যেতেই পারো’।

তুমি এখন যেতেই পারো

তুমি এখন যেতেই পারো
প্রত্যাখ্যান করতে পারো যা কিছু লেনদেন
আছে আমাদের মাঝে।

বহুদিন হয়ে গেছে
মুখর স্মৃতিরা ম্লান পড়ে আছে অদৃশ্য গহনে।
সুগন্ধি জোছনা রাতে পাশাপাশি বসে জড়িয়ে কোমর
হয় না তো শোনা রবীন্দ্রনাথের গান আর মেহেদী হাসান।

বৃষ্টিভেজা রাতে আমাদের ঘরে আর আসে না তো
দুকূল ছাপানো নদী।

সকালের মিষ্টি রোদে মুখোমুখি বসে
কফির পেয়ালায় বাজে না তোমার হাতের চুড়ি
কতোদিন!

বিকেলের নরম আলোয় মুখোমুখি
শুধুই বসে থাকার স্মৃতি
ধূসর হয়ে গেছে কবেই।

মনে নেই
কবে শেষ বার সন্ধ্যায় হেঁটেছি পাশাপাশি
হাতে হাত ধরে বাড়ি ফিরে
ইমন কল্যাণ শুনেছি এসরাজে।
এখন একঘেয়ে
প্রতিদিন অকারণ প্রহর ফুরায়।

তার চেয়ে এই ভালো
বিস্মৃতির হাত ধরে অবহেলায় আমাকে ছেড়ে
তুমি এখন যেতেই পারো।

প্রকাশক – স্বরব্যঞ্জন
পরিবেশক – পাঠশালা
বইমেলায় স্টল নম্বর – ৪৯৬

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

নাহিদ০৯ বলেছেন: বই এর সম্পর্কিত কিছু সামারি তথ্য এবং লেখক পরিচিতি সহ বই এর কাভার ইমেজ টা আমার মেইল ঠিকানা [email protected] এ পাঠালে আমি গুডরিডস ডাটাবেইজ এ আপনা বই যোগ করে দিতে পারতাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

সায়ন্তন রফিক বলেছেন: আপনার সদিচ্ছার জন্য ধন্যবাদ। পাঠানো যাবে হয়তো।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

রাকিব আর পি এম সি বলেছেন: অভিনন্দন। শুভ কামনা রইলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: পোষ্ট টা সুন্দর হয়নি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

সায়ন্তন রফিক বলেছেন: তাই? সত্য প্রকাশের জন্য ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

Tuneroun.Com বলেছেন: কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট...
https://www.tuneround.com/2019/02/blog-post_5.html

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

সায়ন্তন রফিক বলেছেন: ! ! !

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:

কবিতার বাণী সুন্দর নয়, সময়ের সাথে সবকিছু নতুন রূপ নেয়, পরিবর্তনের সাথে নিজকে মিলিয়ে নিতে হয়; যেতে হবে কেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

সায়ন্তন রফিক বলেছেন: তাই? কোনটা বাণী আর কোনটা ভাব না বুঝেই লিখে ফেলি। কী আর করা। তবে আমি মনে করি সবাই সবকিছুর সাথে নিজেকে মিলিয়ে নিতে পারে না, সময়ের সাথে সাথে সবকিছু বদলানোও যায় না। মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

হাবিব বলেছেন: বই মেলায় গেলে বইটি দেখবো

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

সায়ন্তন রফিক বলেছেন: উল্টে পাল্টে দেখবেন আশা করি। ধন্যবাদ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

বার্ণিক বলেছেন: খুব ভাল লাগল। সুন্দর কবিতা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:২২

মনস্বিনী বলেছেন: খুব ভাল লেগেছে।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৬

সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০১৯ সকাল ১০:৫৫

কালো যাদুকর বলেছেন: বই মেলায় যাওয়া হয়না। তবে আপনার কব্যগুলো সময় পেলে পরব। পারলে আরো ব্লগে লিখুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.