![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবরারের দুঃখিনী মা
-----------------------
সায়ন্তন রফিক
কেউ কাঁদছে
শুনতে পাচ্ছো
কুমারখালি থেকে ভেসে আসছে ভেজা বাতাসে কান্নার ধ্বনি
শুনতে পাচ্ছো
কেউ কাঁদছে।
ফেনী নদী অসহায়
তার জল চুরি হয়ে যাচ্ছে নিশিদিন
দানের গৌরব মিথ্যে।
তিস্তা পদ্মা জানে এ দানের মানে
তাই পদ্মার তিস্তার জল শব্দহীন বয়ে যাচ্ছে উদাসীন।
বয়ে যেতে যেতে কান পেতে তারাও শুনেছে
কেউ কাঁদছে কেউ কাঁদছে
যেন কার আহাজারি বাতাস করেছে ভারি!
তুমি শুনতে পাচ্ছো
বুঝতে পারছো
এ আহাজারি কার?
সে নয় কেবল আবরারের দুঃখিনী মা
মা সে তোমার আমার।
যদি চুপ করে থাকো
একদিন তোমরাও হয়ে যাবে শহীদ আবরার
তোমাদের মায়েরাও হবে আবরারের দুঃখিনী মা।
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৮
সায়ন্তন রফিক বলেছেন: আমরা সবাই তাই চাই। ধন্যবাদ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: এই মায়ের কষ্টে কি খোদার আরশ কেঁপে উঠেনি?
১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৫
সায়ন্তন রফিক বলেছেন: আল্লাহ্ই জানেন। তবে এ নিষ্ঠুরতা কাঁপিয়েছে, কাঁদিয়েছে অনেককে। ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭
ঢাবিয়ান বলেছেন: এই সময়ের সেরা এক কবিতা। +++++++++++++++++++++++++++++
কবিতার প্রতিটা ছন্দে ছন্দে বেয়ে পরছে অশ্রুধারা।
০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন:
সবোর্চ্চ শাস্তির দাবী করছি