![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ
১
একেবারে নগ্ন হয়ে হেঁটে
পৌঁছে যায় কেউ কেউ
হয়তো কোনো স্বপ্নের বন্দরে।
আগুনের পাশে বসে কেউ
শ্লথ উরু দুটি নেড়ে
হয়তো স্বপ্নসুখ খুঁজে ফিরে।
সুখের খোঁজে কখনো রফিক নগ্ন হয়ো না একেবারে।
২
কামনার মাতাল আগুনে
পুড়ে যায় সব দ্বিধা
লজ্জা ভয় মান অপমান।
আদিম উল্লাসে মাতে মন
চোখ বুজে উচ্চস্বরে
গায় ভোগ বাসনার গান।
মাতাল আগুনে রফিক কখনো পুড়িয়ো না প্রাণ।
(গ্রন্থ – অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ)
০৬ ই জুন, ২০২০ ভোর ৫:৫২
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৬ ই জুন, ২০২০ ভোর ৫:৫৩
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৩| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারণ তো! খুব সুন্দর!
সপ্তপদী কী কবিতা? লেখার নিয়ম কী? বিস্তারিত জানালে ধন্য হতাম।
০৬ ই জুন, ২০২০ ভোর ৬:১১
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো।
কবিতার নামই সপ্তপদী। এটা একটা নতুন আঙ্গিক সৃষ্টির প্রয়াস। আমার লেখা " অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ" গ্রন্থটি প্রকাশিত হয় ২০১৬ সালে। এ গ্রন্থে এ আঙ্গিকের ১০০টি কবিতা রয়েছে। আমার জানামতে এর আগে কেউ বাংলা কবিতায় এ আঙ্গিক ব্যবহার করেনি।
একটু মন দিয়ে লক্ষ্য করলেই এর ভাব,ছন্দ, মাত্রাবিন্যাস ও মিলবিন্যাস আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৪| ০৬ ই জুন, ২০২০ সকাল ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৫| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৮
বিবেকহীন জ্ঞানি বলেছেন: ভালো লেগেছে মশাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।