নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

শুধু শুধু সীমানা বাড়াও

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪


শুধু শুধু সীমানা বাড়াও
-----------------------------
সায়ন্তন রফিক

কতদূর যাবে তুমি সীমানা পেরিয়ে
সীমাহীন নয় মানুষের বিশ্ব।
গণ্ডি পেরোলেই মনে হবে সবকিছু কতো অচেনা
বাতাসের বুকে বিষাদের গান
চতুর্দিকে বিনাশের প্রচণ্ড আহ্বান।
চির চেনা সীমানায় আপন অস্তিত্বে দৃষ্টি মেলে দেখো
সবকিছু কতো সহজ
কতো সহজেই যায় কেনা অঢেল আনন্দ সুখ।
হাত বাড়ালেই হাত ধরে কেউ
পা বাড়ালে সঙ্গী মেলে।

তবু তুমি সীমানা পেরোতে চাও?
তবে কি পেয়েছো তুমি বিষাদের গানে
বিনাশের প্রচণ্ড আহ্বানে
অন্য কোনো আনন্দের খোঁজ?

ভিন্ন আনন্দের খোঁজে
সীমানা পেরোতে গিয়ে ভুল করে
শুধু শুধু সীমানা বাড়াও রোজ রোজ।

(গ্রন্থ - আমি তো সুখ চাইতেই পারি।)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। + +
সীমানাটা বাড়িয়ে রাখলে সীমানা লঙ্ঘন হয় না।
"হাত বাড়ালেই হাত ধরে কেউ, পা বাড়ালেই সঙ্গী মেলে" - চমৎকার কথা।

২| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা হয়েছে।

৩| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৩:১৬

কালো যাদুকর বলেছেন: চমৎকার। সীমানার দরকার আছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.