নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফসান জানি নয়ন

ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার ! \nআর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি। \n\nতাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !

রাফসান জানি নয়ন › বিস্তারিত পোস্টঃ

মা !

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

আমি মারা গেলাম।আমার আত্না ঘরের এক কোণে চুপটি মেরে সব দেখছে।নির্জীব একটি দেহ পড়ে আছে।সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।বাবা- মা,ছোট ভাইগুলো অঝোর ধারায় কেঁদে চলেছে।কত স্বপ্ন,কত আশা,প্রত্যাশা,প্রয়োজন,,,সব শেষ।বন্ধু বান্ধব,আত্নীয়স্বজন, বড় ভাই,ছোট ভাই,সবাই পাশে দাঁড়িয়ে নির্বাক। বাড়ির মুরুব্বিরা তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি লাশ দাফনের জন্য,কারণ,এখন আমি লাশ,জড় পদার্থ !!!! একদিকে চুলোয় গরম পানি,ঐ দিকে কিছু লোক বাঁশঝাড় থেকে বাঁশ কাটছে,চাচা গেছেন বাজার থেকে ধবধবে সাদা কাপড় কিনতে দাফনের জন্য,আর মসজিদের পাশে কবর খোঁড়ার কাজ হচ্ছে ..... মা... তুমি কই???? আমার আত্না মাকে খুঁজে ফিরছে.... মা ঘরের মেঝেতে হাত পা ছুঁড়ে কাঁদছে যেন তিন বছরের পিচ্চি বালিকা তার পুতুল ভেঙে ফেলা হয়েছে ! না, সেজন্য নয়,তাঁর সাত রাজার ধন, আজ নেই ! কত কষ্ট দিয়েছি, তাই না মা !!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.