নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

বনানী অভারপাস কি আমাদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়ালো???? X((X((X((

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬







কত আশা :D:D ছিলো বনানী অভেরপাসটি চালু হলে ট্রেন

ক্রসিং এর সেই মেজাজ খারাপ করা সিগনালের

হাত থেকে রক্ষা পাবো?? কোথাকার কি :((:((??

এখন আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে (যদিও এটা

আগেই অনুমান ছিল) আবার অন্য দিকে বনানী অভেরপাসটির

কারনে বিশ্বরোড ও খিলক্ষেত এ জটলার সৃষ্টি হয়।

তাইলে যেই লাউ সেই কদুX((X((X((

আমার মতে মহাখালি থেকে কাকলি হয়ে যেসব গাড়ি

গুলশান ২ এর দিকে যায় তার জন্য কাকলিতে একটি আন্ডার

পাস এবং গুলশান ১ থেকে যেসব গাড়ি শাহিন কলেজের সামনে

দিয়ে জায় তার জন্য মহাখালিতে একটি আন্ডার

পাস বনানী অভেরপাস নির্মানের সময়ই করার উদ্যোগ নিলে এই মেজাজ খারাপ

করার মত জ্যাম সৃষ্টি হত না।খানিকটা হলেও রক্ষা পেতাম।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

আনমনা 007 বলেছেন: অভেরপাস=অভারপাস

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

রাঘব বোয়াল বলেছেন: মানুষ মাত্রই ভুল = ভুল মাত্রই মানুষ

ভুলের জন্য দুঃখিত।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আহসান২০২০ বলেছেন: আগের যে রাস্তা ছিল সেটা অভারপাস খেয়ে ফেলেছে; তার সাইড দিয়ে সামান্য রাস্তায় ২টা গাড়ি যেতে পারে। আর ওভারপাস দিয়ে শুধু ট্রেনজট সারাইছে ঠিক আছে নিচের দিকে গাড়িড় চলাচল দ্রুত না করে আর একটি ভুল করেছে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

রাঘব বোয়াল বলেছেন: শুধুকি ভুল !!!! বিশাল ভুল।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

যাযাবরমন বলেছেন: বনানির টা কোন ব্যপারই না।
বেগুনবাড়ী-হাতিরঝিল সরক ২০ মিনিট মেরে দিচ্ছে। এমনিতেই মগবাজারি জাম, তার সাথে এখন এটা বারতি উপ`হার

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

রাঘব বোয়াল বলেছেন: =p~ =p~ =p~

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

ঢাকাবাসী বলেছেন: এই সমস্ত রাজনৈতিক নেতা আমলা আর প্রকৌশলীদের প্রধান উদ্দেশ্য হল কাজ করিয়ে কমিশন থেকে টাকা বানানো, পাবলিকের উপকার টুপকার বাকোয়াস। ইউরোপ আমেরিকাতেও ফ্লাইওভার ওভারপাস হয় তবে সেগুলো মানুষের কাজে লাগে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

রাঘব বোয়াল বলেছেন: এইটাই হইলো ইউরোপ আমেরিকাদের সাথে আমাদের পার্থক্য

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

MINHAJ বলেছেন: বনানি আর মহাখালি ওভারপাস দুইটা সংযুক্ত করা উচিৎ ছিল

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

রাঘব বোয়াল বলেছেন: এইটাতো আরও ১০ বছর আগেই উচিৎ ছিল

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

যাযাবরমন বলেছেন: আমি উত্তরা থেকে রাত সারে ১০টা ১১টার দিকে বাসায় ফিরি, তখন বনানি ওভার পাসে জাম পাই না, কিন্তু বেগুনবাড়ী-হাতিরঝিল সরকের জ্যেমে ২০ মিনিট সাতরাস্তায় বসে থাকতে হয়। আর ডাড়িয়ালার দারোয়ান ১১ টা বাজলেই গেটে তালা মেরে দোতালায় উঠে যায়।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

রাঘব বোয়াল বলেছেন: আপনার জন্য :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.