নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

সিমবিয়ান যুগের সমাপ্তি হতে চল্ল নকিয়ার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ‘৮০৮ পিওরভিউ’ মোবাইল দিয়ে :((:((

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮









ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর ‘৮০৮ পিওরভিউ’ স্মার্টফোন দিয়েই সিমবিয়ান যুগের সমাপ্তি ঘোষণা করেছে নকিয়া। নকিয়া, এটিঅ্যান্ডটি, এলজি, মটরোলা, স্যামসাং, সনি এরিকসন ও ভোডাফোনসহ বেশ কিছু মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের উদ্যোগে ১৯৯৮ প্রতিষ্ঠিত হয়েছিল সিমবিয়ান লিমিটেড। পরে ১৯৯৮ সালে এটি সিমবিয়ান ফাউন্ডেশনে রূপান্তরিত হয়। এ প্রতিষ্ঠান থেকেই আসে বৃহত্তম অপারেটিং সিস্টেম প্লাটফর্মটি। তবে অ্যাপলের আইওএস ও অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার কারণে ক্রমেই হারিয়ে যেতে বসে সিমবিয়ান। সিমবিয়ান-নির্ভর স্মার্টফোন প্লাটফর্ম থেকে পিছু হটে যায় মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। শেষ নাগাদ নকিয়াও সিমবিয়ান যুগের সমাপ্তি ঘোষণা করেছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর নকিয়ার জনপ্রিয় স্মার্টফোনগুলো হচ্ছেÑ নকিয়া এন৮, নকিয়া ই৭, নকিয়া ই৬, নকিয়া সি৬-০১, নকিয়া সি৭। সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ‘৮০৮ পিওরভিউ’ ছিল এ প্লাটফর্মের সর্বশেষ মুঠোফোন। এরপর সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর আর কোনো স্মার্টফোন বাজারে আনবে না নকিয়া। ২০১২ সালে উইন্ডোজ প্লাটফর্মে যাওয়ার পরও সিমবিয়ান-নির্ভর স্মার্টফোন তৈরি থেকে পুরোপুরি সরেনি প্রতিষ্ঠানটি। নকিয়া কর্তৃপ আরো জানিয়েছে, নকিয়া এখন স্মার্টফোন তৈরির প্লাটফর্ম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজকে বেছে নিয়েছে। তবে নকিয়া ৮০৮ পিওরভিউয়ের পর সিমবিয়ান প্লাটফর্মে আর কোনো স্মার্টফোন তৈরি করবে না নকিয়া। বিশ্বজুড়ে বর্তমানে কমে গেছে নকিয়ার তৈরি মুঠোফোন বিক্রি। গত অক্টোবর মাস থেকে ডিসেম্বর এই তিন মাসে সিমবিয়ান-নির্ভর মাত্র ২২ লাখ স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। নকিয়া কর্তৃপ জানিয়েছে, সিমবিয়ান-নির্ভর ৪১ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত পিওরভিউ প্রযুক্তিটি উইন্ডোজ-নির্ভর লুমিয়া সিরিজে যুক্ত করা হবে।





মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়লাম

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

রাঘব বোয়াল বলেছেন: ধন্য হলাম :#) :#) :#)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

মুহাই বলেছেন: এন্ড্রয়েড দিবো কবে?

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

রাঘব বোয়াল বলেছেন: হেরা এন্ড্রয়েড দিবনা উইন্ডোস দিব

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

বোকামন বলেছেন: Symbian এই ২০১৩ সালে সম্পূর্ণ অচল । কেনা মানেই পয়সা জলে..................

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

রাঘব বোয়াল বলেছেন: হে হে আমি জানি দেইখাইতো ১ সপ্তাহ আগে নোকিয়া ৬১২০ ক্লাসিক ২৮০০ টাকা দিয়া বিক্রি কইরা ফালাইছি B-)) B-)) B-))

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

এেলােমেলা সব বলেছেন: ৪১ মেগাপিক্সেল ক্যামেরা....কি বলেন!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

রাঘব বোয়াল বলেছেন: বিশ্বাস করলেননা ?????????

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

শূন্য পথিক বলেছেন: ভালো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

রাঘব বোয়াল বলেছেন: কি ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.