নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

মাড়ির কোষ থেকে নতুন দাঁত B-)B-)

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩





'নিয়ে আসিনি, এসে পেয়েছি;

পেয়ে হারিয়ে আবার পেয়েছি,

এবার হারালে আর পাব না'_

দাঁত নিয়ে এ ধাঁধার উত্তর খুঁজতে বেশি ভাবার দরকার হয় না। পরিণত বয়সে দাঁত হারালে আর আসলটি পাওয়া যায় না। তবে ধাঁধাটিকে অসার ও মিথ্যা প্রমাণ করে দিতে যাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তাদের মতে, এবার হারালেও পাওয়া যাবে নতুন দাঁত। মাড়ির কোষ থেকে তৈরি হবে এ নতুন দাঁত। যুগান্তকারী উন্নয়ন ঘটতে যাচ্ছে



দন্তচিকিৎসায়। প্রচলিত চিকিৎসায় দাঁত পুনঃস্থাপন করা গেলেও তাতে মাড়িতে প্রাকৃতিক রুট কাঠামো তৈরি হয় না। যুক্তরাজ্যের গবেষকদের দাবি, সেদিন আর বেশি দূরে নেই, দন্তচিকিৎসকরা খোয়া যাওয়া দাঁতের স্থলে মাড়ির কোষ ব্যবহার করে নতুন দাঁত গজিয়ে দিতে পারবেন।

জার্নাল অব ডেন্টাল রিসার্চ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে বলা হয়, লন্ডনের কিংস কলেজের ডেন্টাল ইনস্টিটিউটের গবেষক দল প্রাপ্তবয়স্ক মানুষের মাড়ি থেকে কোষ নিয়ে ইঁদুরের মাড়ির কোষের সঙ্গে দ্রবণ তৈরি করেন। তারা ল্যাবরেটরিতে এ দ্রবণ একটি বয়স্ক ইঁদুরের কিডনিতে প্রবেশ করান। এভাবে তারা নতুন দাঁত কাঠামো তৈরি করতে সক্ষম হন। ওই কাঠামোতে দাঁতের উপাদান এবং তা সুরক্ষাকারী এনামেলও শনাক্ত করেন গবেষকরা।

গবেষক দলের অন্যতম প্রফেসর পল সার্প বলেন, গবেষণায় প্রাপ্তবয়স্ক মানুষের মাড়ির কোষকলা থেকে পাওয়া এপিথেলিয়াল কোষে নতুন দাঁত গজানোর সক্ষমতা লক্ষ্য করা গেছে।

গবেষকদের মতে, সম্পূর্ণরূপে সম্ভব হলে এটা চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী হিসেবে চিহ্নিত হবে। সূত্র বিবিসি, গার্ডিয়ান ও ডেইলি মেইল অনলাইনের।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

অন্ধকার রাজপুত্র বলেছেন: ধন্যবাদ এই শিক্ষণীয় পোস্ট এর জন্য.।

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.