![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
আসন্ন রোজায় বিআরটিসির ৮৭টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাজধানীর রাস্তায় নামছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিআরটিসির বহরে ৮৮টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস আসার কথা ছিল। এর মধ্যে ৮৭টি এসেছে। এগুলো ঈদের আগেই সড়কে নামানো হবে।
এ বাসগুলো চলাচল শুরু করলে রাজধানীবাসীর গণপরিবহন সংকট ‘কিছুটা লাঘব’ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন ট্যাক্সিক্যাব আমদানির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দরপত্রে আটটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। পরীক্ষা-নিরীক্ষার পর চলতি মাসের মধ্যেই যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ছাড়পত্র দেয়া হবে।
কতগুলো ট্যাক্সিক্যাব আমদানি করা হবে তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও বেধে দেয়া শর্ত পালনের ওপর নির্ভর করবে বলে যোগাযোগমন্ত্রী জানান।
‘রমজান ও ঈদে দেশব্যাপী সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে চলমান সড়ক মেরামত কার্যক্রম, বর্ষা মৌসুমে জরুরি সংস্কার কাজ ও মন্ত্রণালয়ের প্রধান প্রধান প্রকল্পের অগ্রগতি পযালোচনা’ সভায় মন্ত্রী এসব বিষয়ে জানান।
তিনি বলেন, সড়কগুলোর অবস্থা আগের চেয়ে ভাল থাকলেও কিছু কিছু জায়গায় নিম্নমানের কাজের জন্য সমস্যা থেকেই যাচ্ছে।
কিছু সড়কে সমস্যার জন্য প্রকৌশলীদের দায়ী করে তিনি বলেন, “এখানে খুব কম লোককেই বিশ্বাস করতে পারি।”
রাস্তার চিত্র এক রকম এবং বাস্তবতা অন্য রকম-বলেও মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী।
রাস্তার উন্নতি যতোটা হওয়া উচিত ছিল ততোটা হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশের মানুষকে ঠকিয়ে পকেট ভারি করা ঠিক না। প্রকৌশলীরা কেন মিথ্যা কথা বলবেন। শুধু টাকাটাই কি আপনাদের একমাত্র লক্ষ্য , কাজটা ভালোভাবে করবেন না, কেন আপনাদের লোভ- লালসা কমছে না? কিছু লোকের লোভ-লালসা সীমা ছাড়িয়ে গেছে।”
নিজে করো কাছ থেকে কোনো ধরনের পার্সেন্টেজ বা কমিশন নেন না জানিয়ে মন্ত্রী বলেন, “প্লিজ এ কয়টা মাস ভালভাবে কাজ করুন।”
প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয় না বলে আক্ষেপ করেন কাদের।
তিনি বলেন, বদলি করা হলেও কোনো কাজ হয় না, কারণ লোক ত একই থাকে।
সব প্রকৌ্শলীই অনিয়মের সঙ্গে জড়িত নয় মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, “সবাই যদি নিম্নমানের কাজ করতো তাহলে পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হতো না। অনেকে ভাল কাজ করলেও অনেকেই আবার করেন না।”
গুলিস্তান-যাত্রাবাড়ী নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এটা আসলে সিটি কর্পোরেশনের প্রকল্প, যোগাযোগ মন্ত্রণালয়ের নয়। কিন্তু সবাই মনে করে এটা আমাদের। আর যেহেতু যানজটের বিষয় আছে, তাই এটা আমার জন্য মন্ত্রী হিসেবে বিব্রতকর। এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে একাধিকবার বলা হলেও তাদের নিদ্রা ভাঙছে না।”
এ সময় সড়ক বিভাগ সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
রাঘব বোয়াল বলেছেন: ওইটা ঠিক হবার না।যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যানজট থাকবে।
২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ঢাকাবাসী বলেছেন: বড়জোর বছর খানেক টিকবে, তারপর বিআরটিসির চোরদের জন্য, অন্য দলীয় বাসমালিকদের ষড়যন্ত্রের জন্য, সরকারের আমলাদের ঘুষ খাবার জন্য, বাজে চালকদের জন্য (কারন অদক্ষ চালক নেয়াই হয় দলীয় বিবেচনায়) এইসব বাস রাস্তা থেকে ভ্যানিস হয়ে যাবে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪০
রাঘব বোয়াল বলেছেন: হে হে .... আপনার কথা সরকার,চোর,আমলাগো কাছে খারাপ লাগলেও কথা সত্যি
৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১২
দুরন্ত-পথিক বলেছেন: ওরে বাবা রে উত্তরা যাইতে আইতে প্রায় ৫ঘন্টার মত লাগে,তাই এসি ডিসি কোন কিছু দিয়া কাম হইবনা যানজট তো আর যাইবনা।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪০
রাঘব বোয়াল বলেছেন: ওইটা ঠিক হবার না।যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যানজট থাকবে।
৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা খবর
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪০
রাঘব বোয়াল বলেছেন: জি জনাব !
৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন: এসি চাইনা।
জানজট কমাতে দরকার দোতালা বাস (লোকাল)
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪১
রাঘব বোয়াল বলেছেন: একমত
৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
ডারক্জাসটিস বলেছেন: সরকারের অনেক খারাপ কাজের মধ্যে এটা একটা ভালো কাজ! বি আর টিসির জন্য আন্তরিকতা আছে বলেই মনে হয়! আর যানজট ? যতদিন উন্নয়ন ঢাকা কেন্দ্রীক হবে, গ্রাম/ জেলা শহর গুলা অবহেলিত থাকবে ,ততদিন এই আভিশাপ হতে আমাদের মুক্তি নাই।
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:১৯
রাঘব বোয়াল বলেছেন: একমত
৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৯
ফ্রস্ট বাইট বলেছেন: অন্তত ৮০০ বাস নামা উচিত। তাহলে যদি কিছু হয়
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:২২
রাঘব বোয়াল বলেছেন: ৮০০ বাস নামাইলেই হইবোনা সাথে অফিস টাইমে কোন প্রাইভেট কার যেন না চলতে পারে সেই দিকে খেয়াল রাখলেই কাজ হইয়া যাবে।অফিসের বস থেকে শুরু করে কর্মচারী সবাই বাস দিয়ে চলাফেরা করবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুখবর কিন্তু যানজট তো অবসান হবার নয়
ধন্যবাদ