![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/raghobbowal_1373698054_1-100.jpeg
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, বুদ্ধিমান যানবাহন ও ম্যাপ তৈরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের লক্ষ্যে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞান অ্যাকাডেমির অধীনস্থ অপটিকস ও ইলেকট্রনিকস ইনস্টিটিউটের গবেষকেরা। এসব কাজে উন্নত রেজ্যুলেশনের ছবি তুলতে প্রযুক্তিটি ব্যবহার করা হবে বলে এক খবরে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। গবেষকেরা ১০ হাজার ২৪০ বাই ১০ হাজার ২৪০ পিক্সলে ছবি তুলতে সক্ষম এ প্রযুক্তিটির নাম দিয়েছেন ‘আইওএ৩-কানবান’। গবেষকেরা জানিয়েছেন, অ্যাডভান্সড অপটিক্যাল সিস্টেম, ক্যামেরা কন্ট্রোল সিস্টেম ও হাই ক্যাপাসিটি ডাটা রেকর্ডিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘আইওএ৩-কানবান’ ক্যামেরাটি অত্যন্ত হালকা-পাতলা। এটি খুব কম তাপমাত্রার পরিবেশেও ব্যবহার করা যায়। এর আগে ২০০৫ সালে চীনের গবেষকেরা ৮১ মেগাপিক্সেলের ক্যামেরা উদ্ভাবন করেছিলেন। আগামীতে এই ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা হবে কিনা এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এদিকে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরা হাজার মেগাপিক্সেলে ছবি তুলতে সক্ষম এমন ক্যামেরা উদ্ভাবন করার তথ্য জানিয়েছিলেন। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছিল। গিগাপিক্সেলের সুপার ক্যামেরা তৈরিতে ৯৮টি মাইক্রো ক্যামেরার আলাদা আলাদা অংশ তৈরি করেছিলেন তাঁরা। প্রতিটি অংশে নিজস্ব অপটিক ও ১৪ মেগাপিক্সেলের সেন্সর বসিয়েছিলেন।
১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
রাঘব বোয়াল বলেছেন:
২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪
আরজু পনি বলেছেন:
আমার বলার কিছু ছিল না...না গো !
সাধারণ একটা ডিএসএলআরই কেনার সাহস পাই না ...আর ......!
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২
রাঘব বোয়াল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ওয়াও। আমার তো এখনই দেখতে ইচ্ছে করছে.....