![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।
২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়।
৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।
৪) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
৫) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মৌসুমে ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।
৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুণ, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে।
৭) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমাণ অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই
পানি ক্ষুধাও নিবারণ করে।
৮) এই পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশী থাকার কারণে এতে কোন জীবানু জন্মায় না।
২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
কাউসার রানা বলেছেন: সুবহানাল্লাহ !!!
৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭
বহুরুপি জীবন বলেছেন: হেড লাইন ভুল । কোন অজানা তথ্য পাইলাম না । সব ই জানা তথ্য ,
১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
রাঘব বোয়াল বলেছেন: আগে জানলে পোস্ট দিয়া ব্লগার গোরে জানান্নাই কেন ???
৪| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯
বহুরুপি জীবন বলেছেন: লেখক বলেছেন: আগে জানলে পোস্ট দিয়া ব্লগার গোরে জানান্নাই কেন ???
ভাই রে এই পোস্ট আমার সামুর লাইফে শ খানেক বার দেখেছি । আবারও আপনি দিয়েছেন তাতে কোন সমস্যা নাই ।
আজ কাল অজানা তথ্য বলতে গেলে খুব সর্তক হতে হয় কারন ইন্টারনেট এর কারনে সব তথ্য ই জানা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
বাঙাল শিক্ষক বলেছেন: সুবহানাল্লাহ!!!!