নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

নতুন টেক্সি ক্যাব!!!প্রথম দিন ভাড়া শুনে পালাল যাত্রীরা :-/:-/:-/

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্ট ক্যাবের ট্যাক্সিতে কারওয়ান বাজার থেকে উত্তরা এসে নামলেন ওবায়দুল ইসলাম। মিটারের দিকে তাকিয়ে দেখেন- ভাড়া উঠেছে ৬১২ টাকা। ভাড়া দিতে দিতে একরাশ বিরক্তি নিয়ে বলতে লাগলেন, ‘এটা কি মগের মুল্লুক? ১৫-১৬ কিলোমিটার পথ আসতেই এত টাকা দিতে হলো? বিপদে না পড়লে আর এ ক্যাবে উঠব না।’

গতকাল নতুন ট্যাক্সিক্যাবের অধিকাংশ যাত্রীর মন্তব্য ছিল প্রায় একই রকম। বেশ ঢাকঢোল পিটিয়ে গতকাল নতুন ক্যাব নামলেও তা খুঁজে পাওয়া ছিল দুষ্কর। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা, বারিধারা, গুলশান, বনানীসহ বেশ কিছু এলাকা ঘুরে মাত্র চার-পাঁচটি ট্যাক্সি চোখে পড়েছে। রাজধানীজুড়েই নতুন ট্যাক্সিক্যাব নিয়ে যাত্রীদের মধ্যে ছিল কৌতূহল। একটি ক্যাব দাঁড়ালেই দেখার জন্য হলেও ঘিরে ধরছিল লোকজন।

উত্তরা থেকে মতিঝিলে ২২ কিলোমিটার দূরত্বে লোকাল বাসের ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। বিআরটিসির এসি বাসে যাওয়া যায় ৫৫ টাকায়। সিএনজি অটোরিকশার এ পথের ভাড়া ৩০০ টাকার মধ্যে। অথচ নতুন ট্যাক্সিক্যাবে যেতে হলে লাগবে ৭৬৫ টাকা। একবার এ ট্যাক্সিতে আসা-যাওয়া করলে দিতে হবে এক হাজার ৫৩০ টাকা, যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। বিমানবন্দর থেকে মালিবাগ যাওয়ার উদ্দেশ্যে তমা ট্যাক্সিক্যাবের সামনে দাঁড়িয়েছিলেন নাদিম হোসেন। ভাড়ার হার শুনে ট্যাক্সিতে না উঠে তিনি চলে যান অটোরিকশার খোঁজে। নাদিম বলেন, ‘যা শুনলাম, তাতে আর এ ট্যাক্সিক্যাবে ওঠার ইচ্ছা নেই। সিএনজি অটোরিকশায় তিন ভাগের এক ভাগ ভাড়ায় যেতে পারব। এ ট্যাক্সি আমাদের মতো মধ্যবিত্তের জন্য নয়।’

বনানীতে ঢাকা মেট্রো-প-১৪-৫৭০২ নম্বরের ট্যাক্সিতে যাত্রাবাড়ীর উদ্দেশে যাত্রী হিসেবে উঠে বসেছিলেন দুজন। চালক সুমন হাওলাদার প্রথম ট্রিপ পেয়েছেন বলে বেশ খুশিই হয়েছিলেন। ভাড়ার হার বলতেই দুই যাত্রীই যেন দৌড়ে নেমে যান। প্রথম যাত্রী হওয়ায় চালক সুমন বেশ অনুরোধ করছিলেন নেমে না যেতে। কিন্তু কোনোভাবেই এ দুই যাত্রী ট্যাক্সিতে যেতে নারাজ। যাত্রীদের একজন আশফাকুর রহমান বললেন, ‘চালকের সঙ্গে কথা বলে মনে হলো ৭০০-৮০০ টাকার নিচে ভাড়া উঠবে না। আমার কাছে আছেই হাজারখানেক টাকা। এই টাকা দিয়ে যেতে হবে, আবার ফিরে আসতে হবে। ট্যাক্সিতে গেলে মহাবিপদে পড়ে যাব।’ তমা কন্সট্রাকশনের ঢাকা মেট্রো-প-১৪-৫৬৯৪ ক্যাবের চালক ইউসুফ রাজ বলেন, ‘প্রথম প্রথম ভাড়া নিয়ে একটু সমস্যায় পড়তে হচ্ছে। অনেক যাত্রীই যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। ভাড়া শুনেই চলে যাচ্ছে। আর আমাদের কথা শুনিয়ে যাচ্ছে। আমাদের কী করার আছে? আমরা মাসে ১০ হাজার টাকা বেতনে চাকরি নিয়েছি। আয় যা হয় সব কম্পানির। প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হবে।’

তবে কেউ কেউ স্বস্তির কথাও জানিয়েছেন। গুলশান-২ নম্বর থেকে পল্টনের উদ্দেশে নতুন ট্যাক্সিতে স্ত্রীকে নিয়ে উঠেছিলেন ব্যবসায়ী আশরাফ হোসেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ভাড়াটা একটু বেশি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ কোনো ট্যাক্সিই ছিল না। যে গরম পড়েছে, সিএনজি অটোরিকশায় যাওয়া-আসা করতে করতে হাঁফিয়ে উঠেছিলাম। কোনো কিছুই না থাকার চেয়ে এটা পেয়ে ভালো লাগছে। আর নতুন গাড়িগুলো মিটারে চলছে। ভাড়া নিয়ে দরকষাকষি করতে হচ্ছে না, এটাও ভালো দিক।’

বিআরটিএ সূত্রে জানা গেছে, টয়োটা কম্পানির প্রিমিও, এলিয়ন, এক্সিড ও প্রভোক্স ব্র্যান্ডের নতুন ট্যাক্সিগুলো জাপান থেকে আমদানি করা হয়েছে। দেড় হাজার সিসির হলুদ রঙের গাড়িগুলো ২০১২ থেকে ২০১৪ সালে তৈরি হয়েছে। বিআরটিএর ব্যয়-বিশ্লেষণ থেকে জানা গেছে, প্রতিটি ট্যাক্সির দাম পড়েছে ১৮ লাখ টাকা।

সংগ্রহ ঃ কালের কণ্ঠ

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

সাইলেন্স বলেছেন: ডেমু ট্রেনের মত আর একটা ব্যার্থ প্রজেক্ট হতে যাচ্ছে।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪

রাঘব বোয়াল বলেছেন: নিশ্চিত ভাবে্‌,,,,,,,,,,,,,,,,,,,

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা অবশ্যই কোন ভাবে মধ্যবিত্তের জন্য নয়। বর্তমানে নাগরিক হিসাবে যে সুবিধা গুলো পাচ্ছি তার মূলত সব নাগরিকদের জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেনীর জন্যই।

যাক, যার টাকা আছে, যে পয়সা দিয়ে কিনে নাগরিক সুবিধা নিক। আমরা না হয় বাসে চড়ে, ঘামে ভিজে নাগরিক হবার দায় মেটাব।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬

রাঘব বোয়াল বলেছেন: আমাদের মত মধ্য বিত্তের জন্য নাগরিক সুবিধা পাওয়া ভাগ্যের বেপার

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৫

শহুরে কাউয়া বলেছেন: B-)) B-)) B-)) B-))

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৮

রাঘব বোয়াল বলেছেন: :P :P

৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

আলী খান বলেছেন: ধান্দাবাজি ছাড়া আর কিছুই না................

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১

রাঘব বোয়াল বলেছেন: আমাগো কথা কেউই ভাবে না। না সকারি দল না বিরোধী দল

৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

উড়োজাহাজ বলেছেন: যারা এই গাড়িতে চড়বে তারা একটা করে প্রাইভেট গাড়ি কিনে নিলেই পারে! তাতে বরং আরো খরচ বেচে যাবে।
যাদের এই গাড়িতে চড়ার সামর্থ আছে তাদের নিশ্চয় গাড়ি কেনারও সামর্থ আছে।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪

রাঘব বোয়াল বলেছেন: কথাটা উড়িয়ে দেয়া জাচ্ছে না :-P :-P

৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫

অহন_৮০ বলেছেন: আলী খান বলেছেন: ধান্দাবাজি ছাড়া আর কিছুই না............. একমত

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫

রাঘব বোয়াল বলেছেন: কথাটা উড়িয়ে দেয়া জাচ্ছে না

৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১

আকাশদেখি বলেছেন: কোথায় যেন শুনে ছিলাম, গরিবের উড়োজাহাজ

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬

রাঘব বোয়াল বলেছেন: হে হে হে

৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১

ফিলিংস বলেছেন: ছেড়ে দিলে হবেনা, প্রতিবাদ করা দরকার। কারন---

১। সমস্যায় পরবে বিমানবন্দর/বাস ষ্টেশন/ট্রেন ষ্টেশন থেকে আসা যাত্রী।

২। বর্ষার সময় অফিস ফেরত মানুষ।

৩। সি এন জি মালিক এ লাভ দেখে সি এন জি তুলে ট্যাক্সি নামাবে। তখন উপা্য় ?

৪। বিপদে পরে হাসপাতালে যাবেন, তখন----?

৫। মালিক পক্ষের অনেক লাভ হবে। এদের দাপটে সি এন জি টিকতে পারবেনা। আর সি এন জি না থাকলে পুরাই এরা ..

৬। এর পর সি এন জি ভাড়া বারবে। কোথাও যেতে ট্যাক্সির যদি ভাড়া হ্য় ৭০০, সি এন জি চাবে ৫০০।

বাংলাদেশের যা অবষ্থা তাতে ট্যাক্সির ভাড়া বারার কারনে চালের দাম, সবজির দাম বারা বিচিত্র কিছু না।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

রাঘব বোয়াল বলেছেন: আতঙ্ক কারে কয় কত প্রকার ও কি কি তাহা বুঝায়া দিলেন।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

রাঘব বোয়াল বলেছেন: আতঙ্ক কারে কয় কত প্রকার ও কি কি তাহা বুঝায়া দিলেন।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

ঢাকাবাসী বলেছেন: যো. মন্ত্রনালয়ের আরেকটা ধাপ্পাবাজী, ঘুষ খাওয়ার রাস্তা। তমা আর আর্মি .. এর কাছ থিকা কত টাকা কমিশন নিসে কে জানে!

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০

রাঘব বোয়াল বলেছেন: পুরাই জনগনের চোখের সামনে ডাকাতি

১০| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮

কানা দাজ্জাল বলেছেন: এই ট্যাক্সি ক্যাব নামাইয়া আমাদের ওবায়েদ কাক্কু সিএনজির ভাড়া নিয়া যারা চিল্লা পাল্লা করত তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। নতুন ট্যাক্সি ক্যাব-এর ভাড়া পাবলিকের মুখে এমন-ই এক জুতার বারি যে সিএনজির অন্যায্য ভাড়া আর মিটার জোচ্চুরিকে এখন শুধু কোমল ফুলের টোকা মনে হবে। বাটপারির এক চরম উদাহরন এই ওবায়েদ সাহেবের। মুখে নকশা করা কথা, আর পেট ভর্তি শয়তানি। এই না হলে এই সরকারের মন্ত্রী? বৃক্ষ তোমার নাম কি? দলে পরিচয়।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

রাঘব বোয়াল বলেছেন: ভদ্র লোকটাকে এক সময় অনেক শ্রদ্ধা করতাম।কিন্তু এই তার প্রতিদান?????

১১| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৬

ইসপাত কঠিন বলেছেন: এই ক্যাবগুলো পেট্রোল/অক্টেনে চলবে। সে জন্য ভাড়া একটু বেশী হবে স্বাভাবিক। তারপরেও বর্তমান ভাড়া অস্বাভাবিক বলেই আমার মনে হয়। এটি আসলে আমাদের ব্যাবসায়িক ফিলোসফির প্রকৃত রূপ। আমরা আলোর গতিতে বিনিয়োগ তুলে লাভের পথে যেতে চাই। অথচ এই ক্যাবগুলো ভাড়া ৬০/৭০ ভাগে কমিয়ে আনলে অধিক যাত্রী পেত এবং ধীরে ধীরে ভালো লাভ করতে পারতো বলে আমার ধারণা।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৫

রাঘব বোয়াল বলেছেন: পেট্রোল/অক্টেনে চালালে এত ভাড়া আসে কিভাবে আমারতো মনে হয় এটি জেট ফুয়েল এ চলে ;) ;)

১২| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৯

হেডস্যার বলেছেন:

ফুটানি।
পারলে সিএনজি গুলারে লাইনে আন....

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

রাঘব বোয়াল বলেছেন: 8-| 8-| 8-| 8-|

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৫

রাজীব বলেছেন: কোন সমস্যা নেই, একমাস আমরা ট্যাক্সিতে না চড়লে এমনি এমনিই ভাড়া কমে যাবে।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১

রাঘব বোয়াল বলেছেন: আমরা ঢাকা বাসীরা না হয় চড়লাম না কিন্তু রাজধানীতে প্রতিদিন অগনিত নতুন মানুষ প্রবেশ করে।তারা না জেনেই চরবে।আর তাদের মুনাফা বাড়াবে।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

দখিনা বাতাস বলেছেন: আমার এক বন্দ্বু স্পেনের্‌ হোটেল থেকে বিমানবন্দরে গেছিল ২৫ পাউন্ডে টাক্সিতে। বিমানে স্পেন থেকে ফ্রান্স ভাড়া ছিল ২৩ পাউন্ে। আমাদেরও ঐ অবস্হা হবে নাকি ভাবতেছি।

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫২

রাঘব বোয়াল বলেছেন: আমাদের সামনে এর চাইতে ভয়াবহ দিন আসছে।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

ডার্ক ম্যান বলেছেন: এত সুপার কোয়ালিটি হলে মন্ত্রীরা ব্যবহার করুক।

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪

রাঘব বোয়াল বলেছেন: ওদের কোয়ালিটি আরও অনেক হাই

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯

লিন্‌কিন পার্ক বলেছেন:
এই ট্যাক্সি গুলা রাস্তায় আরও জ্যাম বাড়াবে । যদিও এখন সীমিত আকারে ছাড়া হইসে

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

রাঘব বোয়াল বলেছেন: ভাই আপনি জ্যামের কথা ভাবতেছেন?????

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫

নীল ভোমরা বলেছেন: মধ্যবিত্তের কথা চিন্তা করে-তো আর ট্যাক্সিক্যাব নামায় নাই! মধ্যবিত্তের ভরসা পাবলিক বাস! ভলভো বাসের মত অধিক সংখ্যক বাস নামানো প্রয়োজন! মেট্রো রেল / উড়াল রেল-এর মূলা কবে যে ফলবে সে ভরসায় আছি!

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

রাঘব বোয়াল বলেছেন: আশা করতে থাকেন /:) /:) /:)

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

নেবুলাস_স্কাই বলেছেন: হিসাব করে যা দেখলাম,তাতে এই গাড়িতে গুলিস্তান থেকে মিরপুর আসলে কমপক্ষে ৬৫০ টাকা ভাড়া লাগবে,জ্যাম ধরেছি ২০ মিনিট।
জ্যাম এ আরো বেশি সময় থাকলে ৭০০ টাকার বেশিও লাগতে পারে....কাজেই উঠার আগে মানিব্যাগের ওজন মেপে নিন...

২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

রাঘব বোয়াল বলেছেন: একমত

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

শাহ আজিজ বলেছেন: লেখক বলেছেন: ভদ্র লোকটাকে এক সময় অনেক শ্রদ্ধা করতাম।কিন্তু এই তার প্রতিদান?????

আগে শ্রদ্ধা করতেন এখন শ্রাদ্ধ করুন ।

২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১

রাঘব বোয়াল বলেছেন: =p~ =p~

২০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

ভোরের সূর্য বলেছেন: আমি ঠিক বুঝলাম না যে নতুন ট্যাক্সি ক্যাব কেন নামানো হল? আগে ঢাকা শহরে হলুদ রংয়ের কিছু ট্যাক্সি ক্যাব ছিল যেগুলো এসি এবং ভালই সেগুলো কেন চালানো গেল না? সেগুলোকে কেন কন্টনিউ করা হল না। এখনও সেসব ট্যাক্সি ক্যাবগুলো আছে বিশেষ করে নাভানার।সেগুলোতে মিটারো আছে কিন্তু এখন চুক্তিতে চালানো হয়।

একই অবস্থা নীল কিংবা কাল নন এসি ট্যাক্সি ক্যাবগুলোর
আর সবুজ সিএনজি অটো রিক্সাগুলোর কথা বলাই বাহুল্য।

এগুলো কেন এখন মিটারে চলে না? কেন এগুলোর এরকম অবস্থা হল। কেন এসবের ভাড়া ঠিক না করে নতুন করে ভাড়া বাড়িয়ে নতুন ট্যাক্সি নামানো হল। এমন কি যাত্রী সেবার নাম করে ঐসব ট্যাক্সির ভাড়া বেশ কয়েকবার বাড়ানো হয়েছিল কিন্তু কেউ সেটা মানেনি। এসবের উত্তর মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে আছে কি?

নতুন ট্যাক্সি ক্যাবগুলো যদি উচ্চবিত্তদের জন্য নামানো হয় তাহলে বলার কিছু নাই। আর যদি সেটাই হয় তাহলে মধ্যবিত্তদের জন্য নন এসি ট্যাক্সি কেন নামানো হল না। এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত যেতে খরচ হবে ৪০০টাকা।এটা কয়জনের দেয়ার ক্ষমতা আছে? আরো ৫০০০ সিএনজি অটো রিক্সা নামানোর কথা সেগুলো না নামিয়ে মাত্র ৪০০/৫০০ হলুদ ট্যাক্সি ক্যাব কেন নামানো হল।

নতুনগুলোও একসময় একই অবস্থা হবে। দেখবেন খুব বেশী হলে একবছর পর ড্রাইভার বলবে ভাই মিটারের চেয়ে ২০/৩০ টাকা বেশী দেন,এর পরে বলবে কম দূরত্ব কিংবা যেখানে সেখানে যাব না, তারপর বলবে মিটারে যাব না চুক্তিতে যাব।এভাবেই আস্তে আস্তে আগের হলুদ ক্যাবগুলোর মতন অবস্থা হবে।

২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩

রাঘব বোয়াল বলেছেন: দেশের নাম বাংলাদেশ।সবকিছুই এখানে সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.