নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

মশা কাকে কামড়াতে পছন্দ করে ???? আসুন যেনে নেই।

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭





মশার ঘ্রাণশক্তি খুব প্রখর। এরা মানুষের গায়ের গন্ধ ভালোভাবে শুঁকতে পারে। তা সে সুগন্ধ হোক অথবা দুর্গন্ধ। গন্ধ শুঁকেই শিকার পছন্দ করে মশা।



‘মশা পশুদের চেয়ে মানুষের গায়ে হুল ফোটাতে বেশি পছন্দ করে। এর কারণ মানুষের জিন ও গায়ের গন্ধ। মানুষের ত্বকে ‘সুলকাটন’ নামে এক ধরনের ক্যামিক্যাল থাকে, যা মশাকে আকর্ষণ করে।’



এ ছাড়া কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ও অক্টেনল নামের এক ধরনের কেমিক্যালের কারণেও মশার আক্রমণের শিকার হয় মানুষ।



রামকুমার জানান, যেসব মানুষ ঘন ঘন শ্বাস-প্রশ্বাস ছাড়ে, যাদের ত্বকে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি, গর্ভবতী নারী এবং যাদের রক্তের গ্রুপ ‘ও’ তারাই মশাদের পছন্দের তালিকায় থাকে।



এ ছাড়া যারা কড়া সুগন্ধী ব্যবহার করেন, বেশি ঘামেন এবং শরীরের তাপমাত্রা বেশি থাকে তাদেরও হুল ফোটাতে পছন্দ করে মশা।



তাই বলে যদি ভেবে থাকেন মশা শুধু মানুষকেই কামড়ায়, তাহলে ভুল করবেন।



দুবাইয়ে বন্যপ্রাণী ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. রেজা খান গালফ নিউজকে জানান, মশা মানুষ ছাড়াও প্রাণীদেরও কামড়ে থাকে। এই যেমন- ব্যাঙ।



বিশেষজ্ঞরা শুধু মশার কামড়ানোর কারণই জানাননি, মশাবাহিত রোগ থেকে বাঁচার কয়েকটি উপায়ও জানিয়েছেন।



রামকুমার জানান, মশা যে জায়গায় কামড়িয়েছে তা না চুলকানোই ভালো। কারণ, একবার চুলকালে বারবার চুলকাতে ইচ্ছে করবে। এর ফলে ইনফেকশন হতে পারে।



তিনি জানান, মশার কামড়ানোর জায়গাটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি জায়গাটি খুব চুলকায় ও ব্যথা করে তাহলে অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েডস ও অ্যানালজেসিক সমৃদ্ধ কোনো ক্রিম বা লোশন ব্যবহার করুন।



তিনি আরো জানান, মশার কামড়ের ফলে অনেক সময় জ্বর হতে পারে। এ ছাড়া বিভিন্ন ধরনের র‌্যাশও উঠতে পারে। তবে কোথাও বেড়াতে গেলে সেখানকার মশাবাহিত রোগগুলোও জেনে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

নাহিনরানা বলেছেন: ভাই আপ্নার মতামত আমার স্ত্রীর বেলায় সঠিক :((

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

রাঘব বোয়াল বলেছেন: 8-| 8-| 8-|

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

ডট কম ০০৯ বলেছেন: রামকুমার জানান, যেসব মানুষ ঘন ঘন শ্বাস-প্রশ্বাস ছাড়ে, যাদের ত্বকে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি, গর্ভবতী নারী এবং যাদের রক্তের গ্রুপ ‘ও’ তারাই মশাদের পছন্দের তালিকায় থাকে

এই জন্যই বুঝি আমার খালি মশারা কামড়ায়।

২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

রাঘব বোয়াল বলেছেন: আপনি বুঝি ঘন ঘন শ্বাস-প্রশ্বাস ছাড়েন?????উপরে যা যা লক্ষন তা সবই বুঝি আপনার মধ্যে আছে??? বলেন কি ভাই???

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

তুষার কাব্য বলেছেন: আমারে কামরায় না... ;) :)

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

রাঘব বোয়াল বলেছেন: বাইচা গেলেন ব্রাদার =p~

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

মঞ্জু রানী সরকার বলেছেন: আমার রক্তের গ্রুপ O positive, আমাকে মশা কামড়াই না

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

রাঘব বোয়াল বলেছেন: আজিব কথা শুনাইলেন B:-) B:-) B:-)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: informative

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.