![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
ডিজিটাল বাংলাদেশের আদলে প্রতিবেশি রাষ্ট্র মালদ্বীপ নিজেদের দেশকে করবে ‘ডিজিটাল মালদ্বীপ’। বাংলাদেশের ডিজিটালাজেশন কার্যক্রম দেখে এই মডেল অনুসরণের আগ্রহী মালদ্বীপ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং মালদ্বীপ সরকারের ‘ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি’র মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিতে স্বাক্ষর করেন মালদ্বীপের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হেড অব কমিউনিকেশন আহমেদ আদিম এবং এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার।
মালদ্বীপ ডিজিটাল বাংলাদেশের সফল অভিজ্ঞতা তাদের নিজ দেশে বাস্তবায়নের আগ্রহের কথা জানায় বাংলাদেশ সরকারের কাছে। মালদ্বীপে সরকারের প্রতিষ্ঠান ‘ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি’ তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম গ্রহণ, অগ্রগতি ও প্রসারে কাজ করে।
চুক্তির আওতায় এটুআই প্রোগ্রাম মালদ্বীপ সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি, ডিজিটাল সেন্টার স্থাপন ও পরিচালনা, অনলাইনে হজ ব্যবস্থাপনা, কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস, বিদ্যমান সরকারি সেবাকে ই-সেবায় রূপান্তর, ন্যাশনাল পোর্টাল ও ডাটা সেন্টার স্থাপন বিষয়ে সহযোগিতা করবে। এ উদ্যোগ সাউথ-সাউথ কো-অপারেশন জোরদার করতে ভূমিকা রাখবে বলে জানা গেছে।
ডিজিটাল বাংলাদেশের সফল উদ্যোগ ও অভিজ্ঞতা অন্যদেশে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এটি প্রথম কোনো সমঝোতা স্মারক। এটুআই সূত্রে জানা গেছে, ‘ডিজিটাল বাংলাদেশ’ থিম বাস্তবায়ন করতে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে ভুটান, নেপাল ও সেশেলেস আইল্যান্ড।
এটুআই জানায়, মালদ্বীপে স্কুলের সংখ্যা অপ্রতুল। যে স্কুল রয়েছে সেগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে আধুনিকায়ন শিক্ষাদান কার্যক্রম চালু করা হবে। একই সঙ্গে টেলিমেডিসিন সেবাও চালু হবে বলে তিনি জানান। হজ ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজও করবে এটুআই প্রকল্প। প্রতি বছর বহু লোক মালদ্বীপ থেকে হজ করতে যায়। কিন্তু যারা হজ করতে যায় তাদের ‘ট্র্যাক’ করার কোনো ব্যবস্থা না থাকায় মালদ্বীপকে সমস্যা পোহাতে হয়। এ কারণে দেশটি এটুআই কাছ থেকে হজ ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করবে, দেশটির সমুদ্র বন্দরকে আধুনিক প্রযুক্তি নির্ভর করতে ‘কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস’ও তৈরি করে দেবে এটুআই।
সুত্র ঃ Click This Link
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
রাঘব বোয়াল বলেছেন: অবশ্যই
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪
কলাবাগান১ বলেছেন: জামাতি-রাজাকার রা এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে কত যে টিটকারী বিদ্রুপ এই ব্লগে করেছে, তা পুরানো পোস্ট খুজলেই পাওয়া যাবে... ডিজি এবং টাল নিয়ে কত কবিতা তারা লিখেছে
তাদের মুখে চপোটাগাত হবে বাংলাদেশ কে মডেল হিসাবে মালদ্বীপের গ্রহন করাকে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
রাঘব বোয়াল বলেছেন:
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
মাসুদুর রহমান রানা বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি, ডিজিটাল সেন্টার স্থাপন ও পরিচালনা, অনলাইনে হজ ব্যবস্থাপনা, কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস, বিদ্যমান সরকারি সেবাকে ই-সেবায় রূপান্তর, ন্যাশনাল পোর্টাল ও ডাটা সেন্টার।
আররে এই সব তো আমাগোর দেশেই নাই। তাছাড়া মালদ্বীপের বাচ্চা পুলাপাইন ও আমাগোর মেট্টিক পাশ ওয়ালার চেয়ে বেশী ভালো ইংরেজী বলে।
বাংলাদেশ থেকে তারা কি ডিজিটাল মডেল নিবে। তারা নিজেরাই যথেষ্ট ডিজিটাল।
তাদের দেশে রাত দুটায় ট্রাফিক পুলিশ না থাকলে ও কেউ ট্রাফিক আইন ভাঙ্গে না।
যতই বিরোধ থাকুক কেউ অপরজনের গায়ে হাত তুলে না (সাধারনত)।
আর আমরা .........................
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩
রাঘব বোয়াল বলেছেন: ভাই,আপনার কথা একবারে ফালায়া দেওন যায়না। তয় গত ৫ বছরে আমাদের উন্নতির গ্রাফটা কিন্তু দ্রুত উর্ধগামি।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
আমি ব্লগার হইছি! বলেছেন: অনলাইন এডুকেশন সিষ্টেমের ব্যাপারে আমি তাদের কে সাহায্য করতে পারি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ। যে যেভাবে পারেন সাহায্য করবেন।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর নিউজ ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৬
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
ঢাকাবাসী বলেছেন: বাস্তবে হলে ভালই তো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭
রাঘব বোয়াল বলেছেন: ওই অপেক্ষায়ই আছি
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: ডিজি আর টালমাটাল বাংলার কথা শুনে যারা বাংলাদেশকে মডেল হিসেবে নিতে চায়, সে দেশের তথ্যপ্রযুক্তি ও তরুণ সমাজের দুর্ভাগ্য দেখে সত্যিই কষ্ট লাগছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৮
রাঘব বোয়াল বলেছেন: কইন কি এইসব????
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাদের জন্য ভাল খবর। তবে তাদের মত করে আমারা সবাই দেশকে ভালবাসা বা দেশপ্রেম প্রশে।ন এক হতে পারতাম।
শেয়ারের জন্য ধন্যবাদ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: এটা আমাদের গর্বের বিষয়।