![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
নেদারল্যান্ড মানে নীচু দেশ্। রাজনৈতিক ভাবে এটি কোনো একক রাজ্য ছিলনা।সমগ্র দেশটি ছিল ৭টি প্রদেশে বিভক্ত।তাদের নিজ নিজ আইন কানুন ছিল।স্পেনের অধীনে থাকার সময় নেদারল্যান্ড ছিল সবচেয়ে সমৃদ্ধ।স্পেন থেকে স্বাধিনতার জন্য দীর্ঘ দিন যুদ্ধ করতে হয়। বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন উইলিয়াম অব অরেনজ। স্পেনীয়রা তাকে হত্যা করে।নেদারল্যান্ড এর স্বাধীনতার দলিলে রাজা প্রজার সম্পর্ক-“............রাজাকে সৃষ্টি করা হয়েছে জনগনের কল্যানের জন্য।“ ১৬০৯ সালে নেদারল্যান্ড স্বাধীন হয়ে যায় ।একজন প্রশাসক এর অধীনে সমবেত হয় ৭টি প্রদেশ। অরেনজ পরিবারকে দেয়া হয় বংশ পরম্পরায় এই প্রশাসকের দায়িত্ব/ অধিকার। তারা কি তাদের কর্তব্য ঠিক ভাবে পালন করতে পেরেছিল?? হয়তোবা পেরেছিল । তাই আজও নেদারল্যান্ড এর জনগন শ্রদ্ধা করে অরেনজ পরিবারকে ।আর তাই তাদের জার্সির রং কমলা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩
রাঘব বোয়াল বলেছেন: আমাদের দেশের শাসকদের এই ভালোবাসার দরকার পড়ে না তাই ..........
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫
আরণ্যক রাখাল বলেছেন: জানলাম| অরেন্জ পরিবারের প্রতি শ্রোদ্ধা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
রাঘব বোয়াল বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: ওসব দেশে শাসকরা তাদের দায়িত্ব পালন করে। সেজন্য তারা মানুষের ভালবাসা পায়।