নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

নগর থেকে গরিব তাড়ানোর স্থাপত্য! কিছু ছবি নিচে পাইবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫



অবশ্য আমাদের প্রিয় ঢাকা শরের ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে খিলক্ষেত,বারিধারা,গুলশান,বনানি এলাকায় ঢাকা সিটি

কর্পরেশনের ভিক্ষুক মুক্ত রাখার সাইনবোর্ড দেখা যায়।



এবার আশি বিদেশের কোথায় ঃ

নগরের শরীর নির্মাণ হয় ইট পাথরের কংক্রিটে। একারণেই হৃদয়হীনতার মেটাফোর ব্যবহার করি আমরা। কিন্তু নির্মমতায় কতোটা নিচে নামতে পারে এখানে বসবাস করা ভদ্রবেশী মানুষেরা, এই ছবিগুলো দেখলেই সহজে অনুমান করা যায়।



বিদেশি হাইপ্রোফাইল অতিথি এলে অথবা আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানের আয়োজন করলে শহরের শ্রীবৃদ্ধি করার তোড়জোর শুরু হয়। আর এ জন্য প্রথম যে কাজটি করা হয় তা হলো- ফুটপাত থেকে গৃহহীন আর বস্তিবাসীদের নির্বিচারে উচ্ছেদ।



ব্রিটিশরা এদিক থেকে আরো কয়েক ধাপ এগিয়ে। তারা রীতিমতো দরিদ্র তাড়ানোর স্থাপত্য শিল্প উদ্ভাবন করে ফেলেছ! একে বলা হচ্ছে, ‘প্রতিরক্ষা স্থাপত্য’। দালানের পাশে, ফ্লাইওভাবের নিচে অথবা গৃহহীনরা আশ্রয় নিতে পারে এমন বহু স্থানে এই নির্মম স্থাপত্য চোখে পড়ে।



হাস্যকর ব্যাপার হচ্ছে, শহুরে শিক্ষিত স্বচ্ছল মানুষেরা নিজেদের নিরাপদ রাখতে অথবা নিরাপদ বোধটা নিশ্চিত করতে নিজেদের প্রজাতিরই একটা শ্রেণীকে অস্বীকার করে, বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু বোঝে না নিজেদের এভাবে গুটিয়ে নেয়াটা তাদের জন্যই বাইরে থেকে বিপদ ডেকে আনছে। এভাবে জীবন কতো কুৎসিত হয়ে উঠছে!





চীনের গুয়াংঝু শহরে ফ্লাইওভারের নিচে কংক্রিটের কাঁটা





লন্ডনের সাউথওয়ার্ক ব্রিজ রোডে ধাতব কাঁটা





লন্ডনের ফ্লিট স্ট্রির কোটস ব্যাঙ্কে জানালার কার্নিশে কাঁটা





লন্ডনের সাউথওয়ার্ক ব্রিজ রোডে ধাতব কাঁটা



সুত্র ঃ বাংলা মেইল

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: গরিব তাড়ানোর ধানদা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

রাঘব বোয়াল বলেছেন: আমাদের দেশে এই ধান্দায় কুনো লাভ হইবো কিনা জানিনা।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: গরিব তাড়ানোর ধানদা

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

রাঘব বোয়াল বলেছেন: পোস্ট পড়া এবং কমেন্ট করার জন্য ধন্যবাদ

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

শাহাদাত হোসেন রাতুল বলেছেন: পূনর্বাসন ব্যতিরেকে কাজগুলো নিন্দাজনক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

রাঘব বোয়াল বলেছেন: সহমত

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

নিশি মানব বলেছেন: আমাদের দেশে এই পদ্ধতি প্রয়োগ করে কোন লাভ নেই।
দুদিন পর গরীবের গুরু হিরোইনসীরা চুরি করে নিয়ে উধাও হইয়া যাবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

রাঘব বোয়াল বলেছেন: "গরীবের গুরু হিরোইনসী" :#) :#) :#) বেপক মজা পাইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.